মাঠ ও মাঠের বাইরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষে খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। এলপিএল শেষ করেই দুবাই গিয়েছেন সাকিব। ছিলেন স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে। সেখান থেকে সোমবার দেশে ফিরে আজ একটি সামাজিক কাজে ছুটে গিয়েছিলেন বরিশালে। 

বরিশাল থেকে দুপুরে ঢাকায় ফিরে বিকেলে আবার রাজধানীর বনশ্রীতে একটি মুঠোফোন কোম্পানির শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে সাকিবের। এমন ব্যস্ততা ভালো লাগে বলেই জানিয়েছেন টাইগার এই অধিনায়ক। 

সাংবাদিকদের সাকিব বলছিলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই। এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা ওয়ে তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা।’ 

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রানের সঙ্গে বল হাতে ১০ উইকেট নিয়েছিলেন সাকিব। সেবার টুর্নামেন্টের আগে একটা ‘কিক’ বদলে দিয়েছিল সাকিবকে, এবারও কি আছে তেমন কিছু? সাকিব বলেন, ‘ওরকম কোনো কিক নেই। শুধু চেষ্টা করতেছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজ আছে। প্রচুর খেলা আছে, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি।’ 

৩৫ দিন পর দেশে ফিরে সাকিব জানালেন তিনিও দেশকে মিস করেছেন, ‘যে কেউ দেশের বাইরে থাকলে দেশকে মিস করে। আমার ক্ষেত্রেও নতুন কিছু না। দেশে আসতে পেরে ভালোই লাগছে। ’

এছাড়া দুই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা জানিয়ে এই অধিনায়ক বলেন, ‘শ্রীলঙ্কারটা বিশেষত আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ম্যাচ আছে। ওদের সবার সঙ্গে খেললাম, মাঠের সম্পর্কে ধারণা হলো; ওদের প্লেয়ারদের সম্পর্কে আইডিয়া হলো। সেদিক থেকে ভালোই হলো।’

এসএইচ