মিরপুরে টাইগারদের প্রস্তুতি, দোকান উদ্বোধনে দুবাইয়ে সাকিব
ক্লান্তি-অবসাদ-বিশ্রাম এই তিনটি শব্দকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন সাকিব আল হাসান। কখনো ক্রিকেটের জন্য বাংলাদেশ, কখনো পরিবারের টানে আমেরিকা, আবারো কখনোবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ভারত, কানাডা কিংবা শ্রীলঙ্কা। মাঠ কিংবা মাঠের বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক। তবে নতুন খবরও আছে সাকিবকে ঘিরে।
টাইগার এই অধিনায়ক আজ (রোববার) দুবাইতে অবস্থান করবেন। অবশ্য সেটা ব্যক্তিগত কারণে নয়, বাণিজ্যিক কারণেই। জানা গেছে দুবাইয়ের একটি জুয়েলারির শো-রুম উদ্বোধন করবেন সাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে একটি ভিডিও বার্তায় এসব তথ্য তিনি নিজেই জানিয়েছেন।
বিজ্ঞাপন
ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ড মার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টোশনের পাশে।'
এদিকে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলার মাঠে চলছে টাইগারদের শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে সেই প্রস্তুতিতে এখনো পর্যন্ত দেখা যায়নি টাইগারদের নয়া এই অধিনায়ককে। কবে নাগাদ অনুশীলনে যোগ দেবেন সেটিও নিশ্চিত করে বলা যায়নি।
এসএইচ/এফআই