নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস আমিরাতের
টেস্ট খেলছে না এমন দলের বিপক্ষে না হারার রেকর্ড এতদিন ধরে রেখেছিল নিউজিল্যান্ড। তবে গতকাল (শনিবার) তাদের সেই রেকর্ড ভেঙে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে তারা কিউইদের ৭ উইকেটে হারিয়েছে। এর ফলে সিরিজে সমতায় ফিরল স্বাগতিকরা।
এদিন দুবাইয়ে পরে ব্যাট করতে নেমে জয়ের জন্য ১৪৩ রান পায় আরব আমিরাত। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় মধ্যপ্রাচ্যের দেশটি। এরপর শুরুর বিপদ সামলে মুহাম্মদ ওয়াসিম ও ভ্রিত্তিয়া অরবিন্দর ব্যাটে এগোতে থাকে তারা। দ্বিতীয় উইকেট জুটিতে দুই ব্যাটার যোগ করেন ৪০ রান।
বিজ্ঞাপন
— UAE Cricket Official (@EmiratesCricket) August 19, 2023
এরপর ২১ বলে ২৫ রান করা ভ্রিত্তিয়াকে ফিরিয়ে দেন পেসার কাইল জেমিসন। পরবর্তীতে ওয়াসিমের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়েন আসিফ খান। ওয়াসিম মাত্র ২৭ বলে পেয়ে যান হাফ-সেঞ্চুরি। অবশ্য অর্ধ-শতক করার পর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। এদিকে তাকে সঙ্গ দেয়া আসিফ শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া পাঁচে নামা বাসিল হামিদ অপরাজিত ছিলেন ১২ রানে।
কিউইদের হয়ে একটি করে উইকেট নেন অধিনায়ক টিম সাউদি, মিচেল স্যান্টনার ও জেমিসন।
এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে নিউজিল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন মার্ক চ্যাপম্যান। এছাড়া ২১ রান করেন জিমি নিশাম ও চাদ বাওয়েস। এছাড়া কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আয়ান আফজাল খান। মোহাম্মদ জাওয়াদ উল্লাহ নেন দুই উইকেট।
এসএইচ/এএইচএস