আগামী ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের এবারের আসর। এরপর বিশ্বকাপের আগে আরও একটি ওয়ানডে সিরিজ রয়েছে বাংলাদেশের। ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে। 

পরবর্তীতে ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসবে ৫ অক্টোবর থেকে। এর আগে অল্প সময়ের ব্যবধানে কিউইদের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দেয়। টাইগারদের ব্যস্ত সূচিতে তৈরি হয় আলোচনা। অবশ্য বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন, প্রতিশ্রুতি ঠিক রাখতেই এই সিরিজের আয়োজন করা হচ্ছে।  

আজ (বৃৃহস্পতিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘যেহেতু উপমহাদেশে বিশ্বকাপ হচ্ছে এবং আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হয়েছিল। তখন আমাদের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একটা বোঝাপড়া ছিল। আপনারা জানেন যে ওই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলেছিলাম। সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে তিনটি ওয়ানডে খেলার সুযোগ করে দিচ্ছি তাদের। এটা একটা প্রতিশ্রুতির মতো ছিল।’ 

আরও পড়ুন >> সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, সূচি চূড়ান্ত

এদিকে এশিয়া কাপ শুরুর আগে টাইগারদের কোনো প্রস্তুতি ম্যাচ থাকছে না বলে জানিয়েছেন সুজন, ‘এখন পর্যন্ত যে পরিকল্পনা সেখানে এশিয়া কাপের আগে কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই। অনুশীলনের সময় খুব কমপ্যাক্ট। এশিয়া কাপের জন্য ২৭ আগস্ট বাংলাদেশ দল কলম্বোয় যাবে। এরপরই দেশে খেলতে আসবে নিউজিল্যান্ড। তাদের সঙ্গে সিরিজ শেষে বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। খুবই ব্যস্ত সূচি, এজন্য এশিয়া কাপের আগে আমাদের বাড়তি কোন প্রস্তুতি ম্যাচ খেলার কোন পরিকল্পনা নেই।’

অন্যদিকে, এক সপ্তাহের ‘বিশেষ’ ক্লাস শেষে আজ ঢাকা ছাড়ছেন মনোবিদ ফিল জন্সি। এরপর আর তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নে সুজন বলেন, ‘শুধু জাতীয় দল নয়, আমাদের অন্যান্য দল যেগুলো আইসিসি ও এসিসি টুর্নামেন্টে যায়। ওদের সঙ্গেও তার কাজ করার কথা আছে। এখানে শুধু ছেলেদের দলই না, উনি রেগুলার বেসিসেই আসবেন।’

এসএইচ/এএইচএস