আগ্রাসী ক্রিকেটের প্রতিশ্রুতি পাকিস্তান কোচের
সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছে পাকিস্তান ক্রিকেট দল। সবশেষ দুই আইসিসি ইভেন্টে (২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ) শেষ চারে জায়গা করে নিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। এশিয়া কাপেও বর্তমান রানারআপ তারা। দারুণ ধারাবাহিক খেলা উপহার দিলেও শিরোপা জয় থেকে দূরে আছে এশিয়ান ক্রিকেট পরাশক্তি। তবে এবার আরও বেশি আগ্রাসী ক্রিকেট উপহার দিতে চায় পাকিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের কথা মাথায় রেখে লাহোর এবং করাচিতে অনুশীলন ক্যাম্প করেছিল পাকিস্তান। সেই ক্যাম্পে খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেটের অনুপ্রেরণা দিয়েছে দলের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। জানিয়েছেন, পাকিস্তান বিশ্ব ক্রিকেটের নেতা হতে চায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তাহলে কবে বিয়ে করছেন বাবর?
ব্র্যাডবার্ন সংবাদমাধ্যমে বলেন, 'আমরা নেটে দক্ষতা দেখানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছি না। আমরা ম্যাচে কৌশল ব্যবহার করার জন্য কাজ করছি। এটা কোচের পক্ষ থেকে খেলোয়াড়দের কাছে নিছক কোন অনুরোধ নয়। দলে থাকার জন্য এটি তাদের প্রয়োজন। কারণ খেলাটি বিশ্বব্যাপী এগোচ্ছে। আমরা বিজয়ীদের মতোই ক্রিকেট খেলতে চাই। আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এটি দাবি করতে হবে। ক্রিকেট প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এবং আমরা ক্রিকেটের নেতা হতে চাই।'
আসন্ন বিশ্বকাপ এবং এশিয়া কাপে এমন আগ্রাসী ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছে ম্যান ইন গ্রিন-রা। নিজেদের আসন্ন ম্যাচগুলোর প্রথম একাদশ কেমন হবে, তাও সাজিয়ে রেখেছেন ব্র্যাডবার্ন, ‘আমরা আমাদের প্রথম একাদশ নিয়ে পুরোপুরি নিশ্চিত আছি। আমরা যেভাবে খেলতে চাই, আমাদের ব্যাটিং পদ্ধতির নিয়েও পরিষ্কার। আমরা কীভাবে আক্রমণ করতে চাই, বিশেষ করে মধ্য ওভারে, সে সম্পর্কে আমরা খুব স্পষ্ট।’
— Nawaz (@Rnawaz31888) August 16, 2023
নিজেদের দুর্বলতা নিয়েও বেশ সচেতন কোচ ব্র্যাডবার্ন, ‘সাম্প্রতিক কিছু ম্যাচে পাকিস্তান মাঝের ওভারগুলোতে সফল হতে পারেনি। আমরা কিছু দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করছি যে ইনিংসের মাঝামাঝি সময়টিকে কিছুটা প্রতিকূলতার সাথে আক্রমণ করার জন্য। শুধুমাত্র ব্যাট দিয়ে নয়, বল এবং আমাদের মাঠের ফিল্ডিং প্লেসিংয়েও। আমরা সেই সময়ের মধ্যে উইকেট নিতে চাই।’
উল্লেখ্য, এশিয়া কাপের আগেই শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ও পাকিস্তান। এরপরেই আছে এশিয়া কাপের সূচি। মহাদেশীয় সেই আসরের পর সরাসরি বিশ্বকাপের জন্য ভারতে উড়াল দিবে ব্র্যাডবার্নের শিষ্যরা।
জেএ