‘অভ্যন্তরীণ সমস্যায় বড় টুর্নামেন্টে ব্যর্থ ভারত’
ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের শক্তিশালী পাইপলাইন রয়েছে ভারতের। যার মাধ্যমে তাদের দ্বিতীয়-তৃতীয় দলও গঠন করা যাবে বলে প্রচলিত কিছু আলোচনা রয়েছে। তবে আইসিসির টুর্নামেন্টে রোহিত-কোহলিরা এক দশক ধরে সর্বোচ্চ সাফল্য পাচ্ছে না। যা নিয়ে সাম্প্রতিক চলছে নানা আলোচনা। ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সেই খরা কাটানো নিয়ে বেশ আশাবাদী দেশটির সাবেক-বর্তমান ক্রিকেটাররা। তবে বড় মঞ্চে তাদের ব্যর্থতার একটি কারণ উল্লেখ করেছেন সাবেক পাকিস্তানি ব্যাটার রশিদ লতিফ।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। তার আগে তরুণদের নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ভারত। সেই ধারাবাহিকতায় রোহিত-কোহলিদের মতো অভিজ্ঞদেরও বিশ্রামে রাখতে দেখা গেছে। এর আগে অবশ্য এশিয়া কাপের আসর রয়েছে, যেখানে অংশ নেবে ভারতসহ ৬টি দল।
বিজ্ঞাপন
এর আগে সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এর পরের দুই আসরেই তারা সেমিফাইনাল থেকে বিদায় নেয়। এরপর তারা একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেললেও তারা শিরোপার দেখা পায়নি। এছাড়া এখন পর্যন্ত অনুষ্ঠিত দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। তবে দুবারই তারা যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে ট্রফি খুইয়েছে।
আরও পড়ুন >> ইনস্টাগ্রামে আয়ের তথ্য নিয়ে যা বললেন কোহলি
এভাবে বড় মঞ্চে দলটির ব্যর্থতা কারণ হিসেবে অভ্যন্তরীণ সমস্যাকে দায়ী করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ, ‘বিরাট কোহলির একটা লক্ষ্য ছিল এবং সে জিততে চেয়েছিল, কিন্তু তাকে (ওয়ানডের নেতৃত্ব থেকে) বরখাস্ত করা হয়। অভ্যন্তরীণ সমস্যার কারণে দলটি পারফর্ম করতে পারেনি। পরবর্তী অধিনায়কও তার কাঙ্ক্ষিত খেলোয়াড় পায়নি বলে মনে হয়। অথবা হয়তো তিনি তা পেয়েছিলেন, কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়নি। এখন দুটি বড় ইভেন্ট আসছে- শ্রীলঙ্কায় এশিয়া কাপ এবং ঘরের মাঠে বিশ্বকাপ। তাদের দল এখনও বেশ ভালো।’
এরপর ভারতীয় দলে বর্তমান সমস্যা সম্পর্কে এই পাকিস্তানি দাবি করেন, ‘সমস্যা শুরু হয় যখন টপ অর্ডারের তিন জন দ্রুত আউট হয়ে যায়। প্রথম তিন ব্যাটার ২৫-৩০ ওভার খেলতে পারলে তারা সহজেই জিতবে। তাদের সমস্যা হলো, টপ অর্ডারের তিন জন আগের মতো পারফর্ম করছে না। শেখর ধাওয়ানকে ফেরাতে পারত তারা। এক বছরেরও কম সময় আগে একটি সফরে তাকে অধিনায়ক করা হয়েছিল। তাদের যথেষ্ট খেলোয়াড় ছিল, যাদেরকে যেখানে-সেখানে ছুড়ে ফেলা হয়েছে।’
আরও পড়ুন >> কোহলির কণ্ঠে বাবর বন্দনা
আসন্ন বিশ্বকাপের আসরে ফেভারিটদের তালিকা করছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা। তাদের করা সবারই সেমিফাইনালের লিস্টে চারটি দলের নাম দেখা যাচ্ছে। সেগুলো হলো- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বিশ্বকাপ শুরুর আর দুই মাসেরও কম সময় বাকি। তাদের সেসব যুক্তি কতটুকু সঠিক তার প্রমাণ পেতে আর কিছু সময়েরই অপেক্ষা!
এএইচএস