অধিনায়কত্ব পেয়ে যা বলছেন সাকিব
প্রায় এক যুগ আগেও তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তার হাতেই আবার সব ফরম্যাটের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়েছে। যখন টাইগারদের নেতৃত্ব নিয়ে দেশে এতকিছু চলছে, সে সময় সাকিব খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। সেখান থেকেই নতুন দায়িত্ব ও বিশ্বকাপের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এর আগে ১১ আগস্ট নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওই সময় সাকিবকে নিয়ে পাপনের মুখে প্রশংসা স্তুতি শোনা যায়। যদিও সাকিবের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তখন। তাকে সতীর্থদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে এলপিএলে তার দল গল টাইটান্স।
বিজ্ঞাপন
তাদের হয়ে খেলতে নেমেই উপস্থাপিকা রিধিমা পাঠকের সঙ্গে কথা বলেন সাকিব। এ সময় অধিনায়কত্ব প্রসঙ্গে সাকিব বলেন, ‘নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়, দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ। গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি।’
আরও পড়ুন >> তিন ফরম্যাটের অধিনায়ক সাকিবের মোট ভাতা কত?
ভারত বিশ্বকাপে দল হয়ে ভালো করার প্রত্যাশা টাইগার অধিনায়কের কণ্ঠে, ‘এই বিশ্বকাপে ভালো করার এটা আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা খুব ভালো দল এবং সাদা বলের ফরম্যাটে আমরা দারুণ খেলছি। সবাইকে দেখানো উচিত আমরা কতটা ভালো দল।’
এলপিএলের আসরে বোলিং নৈপুণ্যে ধারাবাহিক হলেও বড় রান পাচ্ছেন না ব্যাটে। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমার বোলিংটা বেশ ভালো হচ্ছে। তবে ব্যাটিংয়ে এখনও বড় রান পাইনি। তাছাড়া তেমন সুযোগও মেলেনি। যখন সুযোগ পাব আশা করি বড় ইনিংস উপহার দিতে পারব।’
সাকিবের দলের হয়ে খেলার ডাক পেয়েছেন অধিনায়কত্বের দৌড়ে থাকা লিটন দাসও। যদিও তাকে প্রথম ম্যাচের একাদশে রাখেনি গল। জাফনা কিংসের বিপক্ষে ম্যাচটিতে সাকিবরা বড় জয় পেয়েছে। এদিকে, এশিয়া কাপের জন্য অনুশীলন করছে বাংলাদেশ দল। সাকিবরা ফিরেই এই ক্যাম্পে যোগ দেবেন। আসন্ন টুর্নামেন্টটির জন্য গতকাল (শনিবার) ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।
এসএইচ/এএইচএস