লিটন-রুবেলদের শুভেচ্ছায় সিক্ত সাকিব
দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বে কাউকে চেয়েছিল ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ এই সংস্করণেই যে আসন্ন এশিয়া কাপ, বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময়ের জন্য টাইগারদের নেতা না পেলেও, এশিয়া কাপ ও বিশ্বকাপের চিন্তা আপাতত দূর হয়েছে বিসিবির। এই দুটি মেগা টুর্নামেন্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এমন ঘোষণার পর অধিনায়কের দৌড়ে থাকা আরেক ক্রিকেটার লিটন দাস সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন।
কেবল লিটনই নন, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেনও অভিনন্দন জানিয়েছেন টাইগারদের নতুন অধিনায়ককে। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের হয়ে খেলছেন সাকিব। দলটিও জাতীয় দলের নেতৃত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে।
বিজ্ঞাপন
Congratulations Shakib vai. Hope under your leadership we will do our best in upcoming tournaments. #LKD16
Posted by Litton Kumer Das on Friday, August 11, 2023
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে অভিনন্দন জানিয়ে লিটন লিখেছেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আশা করি, আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
আরও পড়ুন >> পুরোনো নেতার হাতেই দেশের নেতৃত্ব
দীর্ঘদিন জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করা রুবেলও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। আসন্ন বিশ্বকাপের দলে তার থাকার সম্ভাবনা না থাকলেও সতীর্থদের নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন, ‘বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। স্বপ্ন দেখতে দোষ কোথায়, বিশ্বকাপের ট্রফিটা উঠুক সাকিবের হাতে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।’
বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান । মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে স্বপ্ন দেখতে দোষ কোথায়,বিশ্বকাপের ট্রফিটা উঠুক সাকিব এর হাতে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব …
Posted by Rubel Hossain on Friday, August 11, 2023
বাংলাদেশের ধারাভাষ্যকার আতাহার আলী খান লিখেছেন, ‘অভিনন্দন সাকিব আল হাসান (বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক)। তাকে ও বাংলাদেশ দলকে অনেক শুভকামনা।’
Proud moment for Bangladesh Cricket : The Tigers! Congratulations to Shakib Al Hasan on becoming the Bangladesh's new...
Posted by Galle Titans on Friday, August 11, 2023
এর আগে থেকেই টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব দিয়ে আসছিলেন সাকিব। ২০১১ সালের পর আবারও সব ফরম্যাটেই তার কাঁধে উঠল নেতৃত্বের ভার। এখন পর্যন্ত সাদা পোশাকে তিন দফায় ১৯ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে ৪ জয়ের বিপরীতে ১৫ টেস্টে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে দুই দফায় ৫০ ম্যাচে বাংলাদেশের হয়ে তিনি অধিনায়কত্ব করেছেন। যেখানে ২৩ জয়ের বিপরীতে ২৬ হার। বাকি একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। আর টি-টোয়েন্টিতে তিন দফায় সাকিবের নেতৃত্বে ৩৯ বার মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে ২৩ হারের বিপরীতে ১৬ বার হাসিমুখে মাঠ ছেড়েছে টাইগাররা।
এএইচএস