ইনজুরির কারণে আগেই ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তামিম ইকবাল। একইসঙ্গে তিনি এশিয়া কাপেও না খেলার ঘোষণা দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লক্ষ্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরবেন তিনি। সে লক্ষ্যে তামিম প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তবে দেশসেরা এই ওপেনারকে বিশ্বকাপেও পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সে কারণে তার বিকল্প খোঁজার কথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ বড় দুই মেগা আসরেই নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে।  

এ সময় তামিমকে নিয়ে শঙ্কার কথা জানান পাপন, ‘যেহেতু আমরা নিশ্চিত না তামিম খেলবে কি খেলবে না। মানে ও ফিট হলে তো খেলবে। কিন্তু ও ফিট হবে কিনা এবং কখন হবে এই যে একটা অনিশ্চয়তা...এটার জন্য আমাদের এখন বিকল্প ওপেনারও রেডি রাখতে হবে। এটা নিয়ে আমি কারও সঙ্গে কথা বলিনি, আমি জানি না।’

আরও পড়ুন >> সাকিবকে নিয়ে মাশরাফির ‘ভবিষ্যদ্বাণীই’ সত্যি হলো

এরপরই ওপেনিংয়ে তামিমের বিকল্প খোঁজার পন্থা সম্পর্কে বিসিবি প্রধান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এশিয়া কাপে আরও ওপেনার পরীক্ষা-নীরিক্ষা হতে পারে। একজন বা দুইজনকে ওরা দেখতে পারে বিশ্বকাপের জন্য, কাউকে তো নিতে হবে যদি তামিম না খেলে। কিন্তু তামিম খেললে তো সমস্যা নেই।’

দল গঠন প্রসঙ্গে প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আমি মেইন দলে না খেলাই তাহলে এক সিদ্ধান্ত। আমি নিয়ে যাবো কিন্তু খেলাবো না, তাহলে ভিন্ন কথা। কিন্তু কিছু প্লেয়ার আছে তাদেরকে নিলেই খেলাতে হবে। তাহলে বাদটা দেব কাকে? আমি বলছি সিদ্ধান্তটা এত সহজ না। এটা কঠিন করারও কিছু নেই। বিশ্বাস রাখেন, দলের ওপরে। আমি মনে করি আমাদের যে দলই খেলে ভালো খেলবে।’

আরও পড়ুন >> সাকিবের সংসদ নির্বাচন প্রসঙ্গে যা বললেন পাপন

এদিকে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গেল কয়েকদিন ধরেই মাঠে ফেরার লড়াইয়ে ব্যস্ত তামিম। মূলত ফিটনেস ঠিক রাখতেই কঠোরভাবে অনুশীলন শুরু করেছেন তিনি। গতকাল (বৃহস্পতিবার) তামিমকে দেখা গেছে ভিন্ন এক কৌশলে ট্রেনিং করতে। ফিজিও বাইজিদ ইসলামকে সঙ্গে নিয়ে একাডেমি মাঠে এদিন কোমরে দড়ি বেঁধে পেছনে ভারী এক বস্তু নিয়ে ট্রেনিং করেন তামিম।

জানা গেছে, নিজের ওজন কমাতে ডায়েটেরও ব্যবস্থা রেখেছেন তামিম। নিয়মিত সেই অনুযায়ীই করছেন খাওয়া-দাওয়া। কবে নাগাদ ব্যাট হাতে ফিরবেন এই ওপেনার সেটি অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এসএইচ/এএইচএস