যেভাবে পাবেন এশিয়া কাপের টিকিট
আসন্ন এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি আছে আর মাত্র ১৯ দিন। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই ঘিরে আগ্রহের কমতি নেই ক্রিকেট ভক্তদেরও। দর্শকদের কথা মাথায় রেখেই টুর্নামেন্ট শুরুর বেশ কয়েক দিন আগে থেকেই টিকিট বিক্রির পরিকল্পনা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
শনিবার (১২ আগস্ট) থেকেই এশিয়া কাপের টিকিট কাটতে পারবেন দর্শকরা। অনলাইনে ও অফ লাইনে পাওয়া যাবে এই টুর্নামেন্টের টিকিট। অনলাইনে টিকিট কাটতে ভিজিট করতে হবে এই ঠিকানায়।
বিজ্ঞাপন
প্রথম ধাপে মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি ও প্রিমিয়াম টিকিট পাওয়া যাবে। ১৪ আগস্ট থেকে প্রথম শ্রেণি ও সাধারণ টিকিট ছাড়া হবে।
যদিও এখনও শ্রীলঙ্কা পর্বের টিকিট বিক্রির দিনক্ষণ ঠিক করেনি আয়োজকরা। দুই একদিনের মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলোরও টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।
এইচজেএস