সাকিবের সংসদ নির্বাচন প্রসঙ্গে যা বললেন পাপন
এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা চলে আসছিল। যার কারণে ঝুলে ছিল আসন্ন এশিয়া কাপের আগে টাইগারদের স্কোয়াড ঘোষণার বিষয়টিও। সেই প্রক্রিয়ার প্রথম ধাপ আজ (শুক্রবার) সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক ঘোষণার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তবে স্কোয়াড প্রায় প্রস্তুত থাকলেও ডেডলাইনের দিনই (শনিবার) তা ঘোষণা দেবে বিসিবি।
সাকিবকে দীর্ঘ সময়ের অধিনায়ক হিসেবে পাওয়া নিয়ে আগেই শঙ্কার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে সুপ্ত আলোচনা ছিল এই বিশ্বসেরা অলরাউন্ডারের নির্বাচন করার বিষয়টিও। তবে প্রকাশ্যে এ নিয়ে এতদিন কেউ কথা বলেননি। এবার সেই প্রসঙ্গ উঠে এলো পাপনের সামনে।
বিজ্ঞাপন
এ সময় বিসিবি সভাপতি বলেন, ‘আসলে ওরকম (নির্বাচনের বিষয়ে) আলোচনা হয়নি। ও দেশে আসলে তারপর বলতে পারব। ওর পরিকল্পনাটাও জানতে হবে আমাদের। কারণ একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। সামনে যে পরিমাণ খেলা আমাদের। কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে আপনাদের বলাটা এখন কঠিন।’
‘একে তো দেশের বাইরে (সাকিব), তারপর একটা দলের হয়ে খেলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ওখানে ওরও কিছু কমিটমেন্ট আছে, ব্যস্ততা আছে। সেজন্য ওকে বেশি বিরক্ত করতে চাইনি। আজকেও আবার ওর খেলা। তবে মোটামুটিভাবে আমরা ঠিক করেছি এখন আমরা আমাদের বিশ্বকাপ ও এশিয়া কাপের অধিনায়ক, নিউজিল্যান্ড সিরিজের অধিনায়ক এখন যে সময়টা আছে অবশ্যই সাকিব আল হাসান। ওর সঙ্গে কথা বলে আমরা ঠিক করব লং টার্ম, তিনটা টুর্নামেন্ট নাকি দুটা বা একটাতে থাকবে। ও আসলে কথা বলবো।’
এর আগে কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন সাকিব। এজন্য অধিনায়কত্ব না নেওয়ার খবরও শোনা যাচ্ছিল। এমন প্রশ্নে পাপন বলেন, ‘আমি জানি না এখন অবধি। এটা গতবারও শুনেছিলাম। এটা পুরোপুরি দুই পক্ষের ব্যাপার। প্রথম হচ্ছে দল কী সিদ্ধান্ত নেবে। আমার জানা মতে এখন আমরা যারা এমপি আছি, আমরাও নিশ্চিত না পাব কিনা। সাকিবেরটা বলবো কিভাবে!’
এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে বোর্ড। যে কারণে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও পাপন চয়েজ করেছেন সাকিবকেই। তিনি বলেন, ‘সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ, এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ এবং অবভিয়াস চয়েজটাই হচ্ছে সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে, সাকিব না খেললে সহ-অধিনায়ক যে আছে সে হবে, লিটন দাস। ’
‘আরও নাম এসেছে। যেমন মেহেদী হাসান মিরাজ, লম্বা সময় যদি আমরা চিন্তা করি ভবিষ্যতে কী হবে। কারণ এখন তো ধরেন মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিলো, সাকিবও যদি কখনও ছেড়ে দেয় তখন কী হবে। ওরকম লম্বা সময় যখন চিন্তা করবো তখন আরও নাম আসবে’, যোগ করেন বিসিবি প্রধান।
এসএইচ/এএইচএস