ফাইল ছবি

এশিয়া কাপের বাংলাদেশ দল ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন ১৭ জন ক্রিকেটার। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের জায়গা দেখছেন না নাজমুল হাসান পাপন। আজ গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। 

এশিয়া কাপের দল চূড়ান্ত হলেও তা আজ প্রকাশ করা হয়নি। সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করে আজ অবশ্য স্কোয়াড নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন বিসিবি বস, 'কিছু নাম আছে দলে অবধারিত। যেমন- চার থেকে পাঁচজন পেসার, সাকিব-মিরাজসহ তিনজন স্পিনার থাকবে দলে। দুই ওপেনারের সঙ্গে একজন বিকল্প ওপেনার নিলে হয়ে যায় ১০ জন। তিনে নাজমুল শান্ত, পাঁচে তাওহীদ হৃদয় ও ছয়ে মুশফিকুর রহিমকে নিলে ১৩ জনের হয়ে যায়।'

এসব বিবেচনা করে এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদের থাকার সম্ভাবনা কম বলে ইঙ্গিত করেছেন পাপন। তার মতে ১৭ জনের স্কোয়াডের বাইরে যদি অতিরিক্ত ক্রিকেটের হিসেবে দলের সঙ্গে কাউকে নেওয়া হয় তাহলে সেই তালিকায় জায়গা পেতে পারেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেনরা।

তিনি বলেন, 'অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন তাহলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটুয়ারী আছে। কিন্তু আমারতো ১৭ জনের জায়গা শেষ। তারপরও তাদেরকে আমার স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও আছে এখানে।' 

এসএইচ/এইচজেএস