বয়স হয়ে গেছে ৪১, তবে এখনও নিজের ফিটনেস ও পারফর্মে ভাটা পড়তে দেননি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। জাতীয় দলের হয়ে ধারাবাহিক ফর্ম থাকার পরও তার সুযোগ মিলত না বলে আগেই তিনি জানিয়েছিলেন। এবার আরও একবার অধিনায়ক বাবর আজম, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নির্বাচকদের প্রতি ক্ষোভ জানিয়েছেন শোয়েব। সেই ধারাবাহিকতায় বলেছেন, বাবরদের কাছে তিনি কিছু প্রত্যাশা করেন না।

বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন শোয়েব মালিক। সেখানেও তাকে ব্যাট হাতে তান্ডব চালাতে দেখা গেছে। আগেই আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডের জার্সি তুলে রেখেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। এখন কেবল তার সামনে টি-টোয়েন্টির দরজা খোলা আছে। সে কারণেই এখনও জাতীয় দলের হয়ে ফরম্যাটটিতে খেলতে চান শোয়েব।

পাকিস্তানি একটি সংবাদমাধ্যমের সঙ্গে তিনি এ নিয়ে কথা বলেছেন। সেখানে পাকিস্তানি এই তারকা ক্রিকেটার বলেন, ‌‘যখন আমাকে পাকিস্তান দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন আমার পারফরম্যান্স এবং পরিসংখ্যান খুব ভালো ছিল। আমি টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিয়েছি এবং সেই ফরম্যাটে প্রত্যাবর্তনের আমার কোনো পরিকল্পনাও নেই। তবে আমি টি-টোয়েন্টি দলে ফিরতে প্রস্তুত। যদি আমাকে ডাকা হয়।’

আরও পড়ুন >> শোয়েব-সানিয়ার তিক্ত সম্পর্কে নতুন মোড়!

এরপরই সতীর্থ বাবর ও পিসিবির ওপর ক্ষোভ ঝারেন তিনি, ‘আমি অধিনায়ক, নির্বাচক কিংবা পিসিবির কাছ থেকে কোনো কিছু আশা করি না। কারও কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই। আমি ফিট আছি এবং যতক্ষণ খেলা উপভোগ করব, ততক্ষণ চালিয়ে যাব।’

তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভালো করার ব্যাপারে আশাবাদী শোয়েব, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলই চাপের মধ্যে থাকবে, পাকিস্তানের ক্ষেত্রেও তাই হবে। তবে পাকিস্তান খুব ভালো খেলছে এবং অনেক খেলোয়াড় বর্তমানে দারুণ ফর্মে রয়েছে। ওদের থেকে আমার অনেক বেশি প্রত্যাশা।’

আরও পড়ুন >> চমক রেখে পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা

পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শোয়েব মালিক। এরপর আর তার গায়ে জাতীয় দলের সবুজ জার্সি গায়ে ওঠেনি। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অলরাউন্ড পারফর্ম করে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। সর্বশেষ গত সোমবার (৭ আগস্ট) এলপিএলে জাফনা কিংসের হয়ে শোয়েব ৫৩ বলে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানেই দুই উইকেট নেন শোয়েব। যদিও শেষ পর্যন্ত তার দল ম্যাচটি হেরে যায়।

এএইচএস