‘সব ঝাপসা লাগছে’, ডট বলের রেকর্ড গড়ে জনসন
স্পেন্সার জনসনের দুনিয়া বদলে গেল কত দ্রুত! গত মাসে তিনি যুক্তরাষ্ট্রে খেললেন মেজর লিগ ক্রিকেটে। এরপর কানাডায় গেলেন গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে। সেখান থেকে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু আচমকাই সুযোগ এলো ইংল্যান্ডের দা হান্ড্রেড-এ খেলার। এর মধ্যেই খবর পেলেন অস্ট্রেলিয়া দলে প্রথমবার ডাক পাওয়ার। সেই উপলক্ষ উদযাপন করলেন তিনি হান্ড্রেড অভিষেকে অবিশ্বাস্য বোলিং করে।
গতকাল ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে ২০ বল করে ১৯টিতেই কোনো রান দেননি জসনন। শেষ পর্যন্ত স্রেফ ১ রান দিয়ে বাঁহাতি এই পেসার শিকার করেন ৩ উইকেট। হান্ড্রেড-এ অভিষিক্ত কোনো বোলারের জন্য এটি সবচেয়ে মিতব্যয়ী বোলিং তো বটেই, টুর্নামেন্টের এই তিন মৌসুমে সব মিলিয়েও ২০ বলে এতটা কম রান দেননি আর কোনো বোলার।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে তিনি বলেন, 'এই মুহূর্তে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে, বুঝতে পারছি না কী হচ্ছে। সব ঝাপসা লাগছে। নিজেকে চিমটি কেটে দেখছি সত্যি কি না। চোটের কারণে অনেক কঠিন সময় পেরিয়ে আসতে হয়েছে আমার। এখন এই ২৭ বছর বয়সে দেখছি জীবনের অন্য দিক। এখন স্রেফ নিজের খেলা আমি উপভোগ করছি এবং এখানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।'
অথচ ইংল্যান্ডের ক্রিকেটে খেলা তো দূরের কথা, ২৭ বছরের জীবনে আগে কখনও এই দেশে পা পড়েনি এই অজি পেসারের। মূলত পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ চোটের কারণে ছিটকে পড়ায় বিকল্প খুঁজছিল ম্যানচেস্টার অরিজিনালস। দলটির অস্ট্রেলিয়ান কোচ টম মুডি তখন জনসনকে নেন বদলি হিসেবে।
এইচজেএস