ওয়ানডেতে নিজেকে খারাপ বলতে লজ্জা নেই সূর্যের!
সাদা বলের ক্রিকেটে ভারতের বড় বিস্ময়ের নাম হয়ত সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বসেরা। দ্রুত রান তোলায় যার জুড়ি মেলা ভার। মাঠের যেকোন প্রান্তে ব্যাট চালাতে পারেন অনায়াসে। উইন্ডিজ সিরিজেও ভারত যখন কোণঠাসা, তখন ম্যাচজয়ী এক ইনিংস খেলে ফেললেন সূর্য।
কিন্তু সেই একই ব্যাটার পঞ্চাশ ওভারের ক্রিকেটে যেন বড্ড অচেনা। উইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া সিরিজেও নেই ফিফটি। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে ছিল গোল্ডেন ডাক। সূর্য নিজেও জানেন, ওয়ানডেতে তিনি বেমানান। কাল তো শেষ পর্যন্ত বলেই ফেললেন, ওয়ানডেতে নিজেকে খারাপ বলতে লজ্জা নেই তার!
বিজ্ঞাপন
ওয়ানডেতে সূর্য খেলেন মিডল অর্ডারে। রান তোলার তাড়া থাকলেও দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন বারবার। বিষয়টা স্বীকার করেছেন তিনি নিজেও, ‘যদি নিজের প্রতি সৎ থেকে বলতে হয়, ওডিআইতে আমার পরিসংখ্যান সত্যিই খারাপ। আর এটা স্বীকার করতেও লজ্জা নেই আমার, সবাই জানে ব্যাপারটা। আপনার নিজের প্রতি সৎ থাকতে হবে; তবুও বলি, ভালো করাটা দরকার। এটাই রোহিত (রোহিত শর্মা) এবং রাহুল স্যার (রাহুল দ্রাবিড়) বলেছেন, কারণ আমি খুব বেশি ওয়ানডে খেলি না।’
আরও পড়ুন: ‘জিন্নাহ-গান্ধী’ সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান
ওয়ানডে ফরম্যাটে টিকে থাকার উপরেই আপাতত নজর ‘দ্য স্কাই’ খ্যাত এই ব্যাটারের, ‘আমার অনুশীলন করা দরকার, সেইসঙ্গে আমি কি করতে পারি সেদিকে নজর দেয়া দরকার। সময় নেওয়া যেতে পারে আর যদি ক্রিজে ১০ থেকে ১৫ ওভার টিকে থাকতে পারি, তাহলে ভাবা দরকার আমি দলের জন্য কি করতে পারি।’
ভারতের টিম ম্যানেজমেন্টও সূর্যকুমারকে সময় দেওয়ার পক্ষপাতী, ‘তারা (রোহিত এবং দ্রাবিড়) আমাকে বলেছে, তারা চাই আমি এক ইনিংসে ৪০ থেকে ৫০ বল খেলি। বলেছে, মাঠে থাকলেই আমি নিজের মত করে খেলতে পারব। শুধুমাত্র শেষ ১৫ থেকে ১৮ ওভার খেললেই আমি অত বল খেলার সুযোগ পাব। আমাকে এখন সুযোগকে দায়িত্বে পরিণত করতে হবে আর দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে হবে।’
টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বসেরা ব্যাটার হলেও ওয়ানডে ফরম্যাটে এখনও নিজেকে সেই অর্থে মেলে ধরতে পারেননি সূর্যকুমার যাদব। ২৪ ওয়ানডে ইনিংসে করেছেন মাত্র ৫১১ রান। গড় ২৪ এর কিছু বেশি। স্ট্রাইকরেটও ১০০ এর কাছাকাছি।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৩ শতক আর ১৪টি অর্ধশতক হাঁকানো সূর্যকুমার ওয়ানডেতে কোন শতকের দেখা পাননি। অর্ধশতক মাত্র ২ টি। সামনের বিশ্বকাপেও অবশ্য নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারেন সূর্য। ঘরের মাটিতে সেই বিশ্বকাপেই হয়ত নিজের বদনাম ঘুচাতে চাইবেন এই হার্ডহিটার ব্যাটার।
জেএ