ফাইল ছবি

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ইস্যুতে আজ মিটিংয়ে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মিটিং শেষেও অধিনায়কের নাম ঠিক করতে পারেনি বিসিবি। দুপুর নাগাদ শুরু হওয়া জরুরী মিটিং শেষে গণমাধ্যমে কথা বলেছেন ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে।  

শুরুতে জালাল বলছিলেন, 'আজ ইমার্জেন্সি মিটিং ছিল। কারণ ছিল অধিনায়কত্ব। মূলত ওয়ানডে দলের অধিনায়কত্ব নির্বাচন করার কথা ছিল। আমরা সভাপতিকে দায়িত্ব দিয়েছি। যে কয়জন ক্যান্ডিডেট আছে, তাদের সঙ্গে কথা বলে অধিনায়ক ঘোষণা হবে। সেটা ১২ তারিখের মধ্যেই হবে।’ 

এদিকে বিসিবির ভাবনায় আপতত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচন। জালাল ইউনুসের কথায় তা স্পষ্ট, 'যেহেতু এশিয়া কাপ আছে, আপাতত এশিয়া কাপের অধিনায়ক দিতে হবে। যেহেতু ১২ তারিখের মধ্যে দল দিতে হবে, এরপর ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের দল দেওয়ার সময় আছে। তখন বিশ্বকাপের আলাপ হবে।’  

জালাল ইউনুস অধিনায়ক ইস্যুতে আরো বলছেন, ‘কাকে কোন সংস্করণে দেব, যাকে দেওয়া হবে সে রাজি আছে কি না এসব প্রেসিডেন্টকে জানানো হবে। লাল বল, সাদা বল…এই সিদ্ধান্তটা আমাদের পক্ষ থেকে নয়। যাদের কথা বলছি, তাদের কাছ থেকে শুনতে চাই। ক্রিকেট বোর্ড আপাতত শুধু এশিয়া কাপ নিয়েই ভাবছে।' 

অধিনায়ক ঘোষণার দিনই দল ঘোষণা হবে কিনা জালাল ইউনুস বলছেন, ‘যে অধিনায়ক হবে, তার কথাও তো শোনা দরকার। দু-তিন দিনের মধ্যেই যে কোনো একসময় দল ঘোষণা হবে। অধিনায়কসহই দল পাবেন।'
 
এসএইচ/এইচজেএস