এর আগেও এমন দৃশ্য দেখেছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোওয়ারি বিশ্বকাপে চুমু দিচ্ছেন। তবে সেই শামীম ছিলেন কিশোর। বিশ্বকাপটাও ছোটদের। অনূর্ধ্ব-১৯ এর যুব বিশ্বকাপ জেতার পরেই অমন আবেগ দেখিয়েছিলেন তিনি। 

সেই শামীম এখন অনেকটাই পরিণত। জাতীয় দলে নিয়মিত খেলছেন। আজ আবারও দেখা গেল সেই একই ভঙ্গিতে। বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দিলেন এই অলরাউন্ডার। এবার অবশ্য বিশ্বকাপটা মূল দলের। আর শামীমের এখনও শিরোপা জেতা হয়নি, 

কিন্তু তাতে তো আর আবেগ থামানো যায় না। বিশ্বকাপ সামনে পেয়ে তাই চুমু দিলেন তাতে। পরে দুই বিশ্বকাপের ছবি একত্র করে ফেসবুকে তা পোস্টও করেছেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘এমন কাজ হাজার বা তারচেয়ে বেশিবার করতে ভালোবাসি। খুব দ্রুতই (আবার হবে), ইনশাআল্লাহ!’

এমন বার্তা দিয়ে শামীম যে আরও একবার বিশ্বকাপ জেতার প্রত্যাশা করেছেন তা অনায়াসেই বলা চলে। 

শামীমের সামনে এমন সুযোগ এসেছে আইসিসির আয়োজনে করা বিশ্বকাপ ট্রফি ট্যুরের সূত্র ধরে। ১০০ দিনের এই ভ্রমণের সূচি অনুযায়ী আজ বাংলাদেশের হোম অভ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করছে মূল বিশ্বকাপ ট্রফি। সেখানে ছবি তোলার সুযোগ পেয়েছেন জাতীয় পুরুষ এবং নারী ক্রিকেট দলের সদস্যরা। সেইসঙ্গে বিকেএসপির তরুণ একঝাক ক্রিকেটারও ফ্রেমবন্দি হয়েছেন বিশ্বকাপের সাথে। 

জেএ