টানা দুই হারে বাংলাদেশের পাশে ভারত
ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই ম্যাচ হেরে এখন টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর শঙ্কায় আছে ভারতীয় দল। প্রথম টি-টোয়েন্টিতে ৪ রানের পরাজয়ের পর গতকাল ২ উইকেটে হেরেছে হার্দিক পান্ডিয়া বাহিনী। ২০১৬ সালের পর এই প্রথমবার টি-২০ ক্রিকেটে পরপর ২ ম্যাচে ভারতকে পরাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে ভারতীয় দল ভাগ বসিয়েছে বাংলাদেশের বিব্রতকর এক রেকর্ডে।
গায়ানায় অনুষ্ঠিত ম্যাচটি ধরলে টি-টোয়েন্টিতে উইন্ডিজের কাছে ৯ বার পরাজিত হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৭টি ম্যাচ খেলে তারা জিতেছে ১৭টিতে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। অন্যদিকে বাংলাদেশও এই ফরম্যাটে উইন্ডিজের কাছে ৯টি ম্যাচ হেরেছে।
বিজ্ঞাপন
মোট ১৬ ম্যাচের মধ্যে টাইগারদের জয় পাঁচটিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পরাজয়ের দিক দিয়ে দুই প্রতিবেশী দেশ এখন একই সমান্তরালে। ক্যারিবিয়ানদের কাছে টি-টোয়েন্টিতে ক্রিকেটের অন্যতম সুপার পাওয়ার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও হেরেছে ১০ বার, জিতেছে ৯টিতে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ১০টি জয়ের বিপরীতে হেরেছে ১৪টি ম্যাচ। এ ছাড়া নিউজিল্যান্ড ১০ জয়ের বিপরীতে চারটি ম্যাচ হেরেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-উইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
এইচজেএস