এবারও পাকিস্তানের বিশ্বকাপ দল দেবেন ইনজামাম
গত কয়েক দিন ধরেই গণমাধ্যমে গুঞ্জন ছিল, আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হচ্ছেন ইনজামাম-উল-হক। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয় দফায় পিসিবির দায়িত্ব নিলেন দেশটির সাবেক এই ক্রিকেটার এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেয়ার পর ভেঙে দিয়েছেন আগের নির্বাচক কমিটি। যেখানে হারুনের সঙ্গে ছিলেন অ্যানালিস্ট হাসান চিমা, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থার।
বিজ্ঞাপন
কিন্তু এবশি দিন টিকলো না সেই নির্বাচক কমিটি। এবার দায়িত্ব নিয়েছেন ইনজামাম, যিনি কিনা পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের একজন। ইনজামামের সঙ্গে আর্থার এবং ব্র্যাডবার্ন নির্বাচক কমিটিতে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
এর আগেও পাকিস্তানের নির্বাচক হিসেবে কাজ করেছেন ইনজামাম। ২০১৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার। এই সময়ে ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।
মজার ব্যাপার হল, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচন করেছিলেন ইনজামাম। এবার আসন্ন ভারত বিশ্বকাপের দলও নির্বাচন করবেন তিনি।
এইচজেএস