‘দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ এক না’, অধিনায়ক লিটন প্রসঙ্গে পাপন
গত বৃৃহস্পতিবার বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে যান তামিম ইকবাল। এমনকি নিজের কোমরের চোটের কারণে ছিটকে গেছেন আসন্ন এশিয়া কাপ থেকেও। যে কারণে তামিমের বিকল্প ওপেনারের পাশাপাশি বিসবিকে খুঁজতে হচ্ছে নতুন অধিনায়কও।
সবমিলিয়ে খুব কঠিন কাজই বলা চলে বিসিবির জন্য। যদিও অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিব আল হাসান সবার থেকে এগিয়ে। এছাড়াও আলোচনায় রয়েছে লিটন দাসের নাম। তবে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার বিষয় নিয়ে বিসিবি ভাবছে ভিন্ন কিছু।
বিজ্ঞাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এটাও খুব সহজ। আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু ইস্যু হচ্ছে দ্বিপাক্ষীক সিরিজ খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে বা হুট করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। এজন্য আমরা কথা বলে সবার সঙ্গে যেটা ভালো মনে হয় ওরকম কিছুই করবো।’