ছবি: সংগৃহীত

গতকাল সারাদিনই ঢাকার আকাশে ছিল মেঘ-রোদের লুকোচুরি। এই বৃষ্টি ঝরেছে, তো পরক্ষণেই আবার উঁকি দিয়েছে সূর্য- চিলতে রোদে হেসেছে ব্যস্ততম নগরী। ঢাকার আকাশের মতোই রহস্যময় ছিল তামিম ইকবাল আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গতকালের সভা। এই সভার বিষয়বস্তু অবশ্য জানাই ছিল সবারই। কিন্তু কোথায় বসছে তামিম-বিসিবি? এটা রীতিমতো ধাঁধা ছিল! বনানী-গুলশান-মিরপুর ঘুরেও সেই রহস্যের জাল ভেদ করতে পারছিলেন না ক্রীড়া সাংবাদিকরা!  

অবশেষে সন্ধ্যা ৭টা নাগাদ বিসিবি সূত্রে জানা যায়, রাত ৮টায় ব্রিফিং করবেন নাজমুল হাসান পাপন। লোকেশন- বিসিবি বসের গুলশানের বাসভবন আইভি কনকর্ড। তখন থেকেই ক্যামেরার ল্যান্সে আইভি কনকর্ডকে নিশানা বানিয়ে অপেক্ষায় সংবাদকর্মীরা। সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে সেখানে প্রবেশ করে কালো গ্লাসের কমলা রঙের একটি গাড়ি। তাতে বাইরে থেকে যতটা বুঝা গেছে ততটাই বুঝার জন্য স্পষ্ট ছিল যে, ভেতরে বসা তামিম। মাথায় ক্যাপ, জিন্স, আর হাতাগুটানো বেগুনি শার্ট পড়ে এসেছেন ওয়ানডে অধিনায়ক।

গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিয়ে বাসার ভেতর ঢুকেন তামিম। যেন শত ব্যস্ততা তার! তামিমের আসার আগেই অবশ্য এসেছিলেন ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সঙ্গে আলোচনায় যুক্ত হন বিসিবি সভাপতি পাপন। তিনি বাসায় প্রবেশ করেছেন রাত ৮টা ১৫ মিনিটে। তারপর শুরু হয় তিনজনের রুদ্ধদ্বার আলোচনা।

প্রায় ঘন্টাখানেক ধরে চলে তাদের এই আলোচনা। শেষ পর্যন্ত রাত ৯টা ২৭ মিনিটে বিসিবি সভাপতিসহ জালাল ইউনুস এবং তামিম বাসার নিচে সংবাদ সম্মেলন করেন। শুরুতেই তামিম জানিয়ে দেন তিনি আর বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন না, ‘আমার ইনজুরি একটা ইস্যু, যে ইনজেকশনটা নিয়েছি ওটা অনেকটা হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয় যে দল আগে, দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ওনি বুঝেছেন। মূল বিষয় হলো দলের ভালোর জন্য আমি নেতৃত্ব ছাড়ছি; একজন ক্রিকেটার হিসেবে খেলতে চাই।’ 

দলকে এতদূর গুছিয়ে এখন যেখানে ছাড়ছেন, একটু কি আফসোসও নেই? তামিম এই প্রশ্নের উত্তর দিয়েছেন যেভাবে, ‘আমি যদি বলি যে আমি নাখোশ না, তাহলে মিথ্যা হবে কারণ এতদিন একটা দলের সঙ্গে ছিলাম। ৯০ ভাগ মানুষ স্বার্থপর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন দল সামনে আসে তখন স্বার্থপরের ব্যাপারটা দূরে রাখতে হবে।’ 

তামিম না থাকায় বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনা বাড়লো, কমলো নাকি একই থাকলো বৃহস্পতিবার রাতে এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতিকেও, ‘ভালো করার সম্ভাবনা না থাকার কারণ দেখি না। কমে থাকলে এখন ওটাকে আবার ঠিক করতে হবে। চ্যালেঞ্জ থাকবে ওটাকে আবার ফিরিয়ে আনা। তামিম প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছিল, না থাকা (অবসর) তাহলে সমস্যা হতো। যেহেতু এখন সে ফিরেছে সে আগের চেয়ে ভালো। ও অধিনায়ক না থাকা বোর্ডের জন্য সমস্যা। এখন একজনকে অধিনায়ক বানাবো কিন্তু যাকেই বানাই না কেন তামিম-সাকিব-মুশফিকরা সাপোর্টিং দায়িত্বে থাকবে।'

গেল বছরের নভেম্বরে ভারত সিরিজ শুরুর আগ মুহূর্ত থেকে কোমরের চোটে ভুগছেন তামিম ইকবাল। তবে ঠিক কি ধরণের সমস্যায় তিনি ভুগছিলেন সেটাই এতদিন ছিল অনিশ্চিত। সর্বশেষ দুবাই থেকে যে রিপোর্ট পাঠায় তামিম, সেটা দেখেই তার ইনজুরি সম্পর্কে অবগত হয়েছিলেন পাপন, ‘তামিম কিন্তু ঢাকায় এমআরআই বা স্ক্যান যা যা করার করেছে। ভারতে, ব্যাংককে, লন্ডনে করেছে। এবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠায়, সেখানে প্রথম দেখি সমস্যা আছে।’

আরও পড়ুন>>>নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম

রিপোর্ট দেখার পর তা আগে কেন পাঠানো হয়নি তা তামিমের কাছে জানতে চান পাপন। এ নিয়ে তামিম বলেন, ‘আমার চোট কিন্তু ২০২২ সালের নভেম্বর থেকে ছিল। আগে রিপোর্ট পাঠায়নি। রিপোর্ট পাঠানোর সঙ্গে বলেছেন, কেন জানানো হয়নি তাকে। এটা কারও সাথে হওয়া উচিত নয়।’ 

এদিকে তামিমের সেই চোটের খবর নিয়ে পাপন বলেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরও ইনভেসটিগেট কর বের করার দরকার। এটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না।’ 

‘এটা যদি ২০২২ এ হয়ে থাকে তাহলে এতদিনে ভাল হয়ে যাওয়ার কথা। তো নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে এজন্যই আমাদের এরকম কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এতদিনে ভাল হয়ে যেত।’-যোগ করেন পাপন। 

তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে বৃহস্পতিবার রাতে সরে দাঁড়িয়েছেন। যে কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে- কে হবেন এই ফরম্যাটের নতুন অধিনায়ক। একপ্রকার বলা যায়, নতুন অধিনায়কের দৌড়ে সবার আগে এগিয়ে আছেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি অবশ্য নতুন অধিনায়ক হিসেবে এখনো কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।

আরও পড়ুন >>> দলের কথা ভেবেই অধিনায়কত্ব ছাড়লেন তামিম

নতুন অধিনায়ক কে হচ্ছেন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে পাপন বলেন, ‘অধিনায়ক, এটা তো এখনো বলা কঠিন। ও যদি বলত যে ও এশিয়া কাপটা খেলছে না, তাহলে আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস- ওই হতো। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম, আমার বাসায় আসার পর। তো এটা এখনও বলা যাচ্ছে না, এটা দু’একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’  

তবে আগামী ৪-৫ দিনের মধ্যেই আসবে নতুন অধিনায়কের নাম, এমনটাই জানিয়েছেন পাপন, ‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এসএইচ/এইচজেএস