৪-৫ দিনের মধ্যেই জানা যাবে নতুন অধিনায়কের নাম
তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে বৃহস্পতিবার রাতে সরে দাঁড়িয়েছেন। যে কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে- কে হবেন এই ফরম্যাটের নতুন অধিনায়ক। একপ্রকার বলা যায়, নতুন অধিনায়কের দৌড়ে সবার আগে এগিয়ে আছেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি অবশ্য নতুন অধিনায়ক হিসেবে এখনো কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।
নুতন অধিনায়ক কে হচ্ছেন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে পাপন বলেন, ‘অধিনায়ক, এটা তো এখনো বলা কঠিন। ও যদি বলত যে ও এশিয়া কাপটা খেলছে না, তাহলে আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস- ওই হত। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম, আমার বাসায় আসার পর। তো এটা এখনও বলা যাচ্ছে না, এটা দু’একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’
বিজ্ঞাপন
তবে আগামী ৪-৫ দিনের মধ্যেই আসবে নতুন অধিনায়কের নাম বলছেন পাপন, ‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে সদ্য বিদায়ী অধিনায়ক তামিমকে নিয়ে বিসিবি সভাপতি বলছিলেন, ‘যদিও আমি সবসময় বলেছি বিশ্বকাপ পর্যন্ত তামিমই অধিনায়ক থাকবে। এটা একটা অনিশ্চয়তা, কোন ম্যাচ খেলতে পারবে আর কোনটা পারবে না। এটা আসলে ওরও ভালো লাগছে না। ও দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, ও কত দ্রুত রিকভার করে ফিরে আসে।’
নতুন অধিনায়ক এক থেকে দুই বছরের জন্য থাকবেন বলছেন পাপন, ‘এটা অবশ্যই বড় ধাক্কা। হঠাৎ করে এখন একজন যাকেই আমরা ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করব, সে বিশ্বকাপ পর্যন্ত যাবে। এখন সে এক থেকে দুই বছরের জন্য নতুন অধিনায়কত্ব পাবে। এটার জন্য প্রস্তুতি ছিল না, এখন আমাদের এটা নিয়ে বসতে হবে। আসল জিনিসটা হলো, দলের সবাই অধিনায়ক তামিম-সাকিব-মুশফিক। তবে দল যদি জিতে তাহলে তামিম আফসোস করবে না যে, কেন আমি অধিনায়ক ছিলাম না।’
এসএইচ/এফকে