বৈঠক শুরুর আগে তামিম ইকবাল।

অবসর ভেঙে মাঠের ক্রিকেটে ফেরার কথা জানালেও আর অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন না তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। বর্তমান পরিস্থিতিতে দলের কথা চিন্তা করেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টাইগার এই ক্রিকেটার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান জালাল ইউনুসের সঙ্গে রাতে বৈঠক করেন তামিম। বৈঠক শেষে সাংবাদিকদের তামিম বলেন, ‘আপনারা সবাই জানেন, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল জালাল ইউনুস এবং প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে। আমরা অনেক কিছু আলোচনা করেছি। আমার কী সমস‌্যা ছিল, কী হবে সামনে, সবকিছু নিয়েই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটা নিজ থেকেই ঠিক করেছি এবং কারণও দেখিয়েছি, আজ থেকে আমি বাংলাদেশ দলের ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

নেতৃত্ব ছাড়ার কারণ দেখিয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় ইনজুরি একটা ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি। কিন্তু আমার কাছে মনে হয় ইনজেকশনগুলো হিট অ‌্যান্ড মিসের মতো। আমার সমস‌্যাগুলো ওনাদের বলেছি। যেকোনো সিদ্ধান্তের ঊর্ধ্বে আমি সবসময় দলের কথা চিন্তা করি। দলের কথা চিন্তা করে এখন আমার সরে যাওয়াটাই সেরা সিদ্ধান্ত।’

‘মূল বিষয় হচ্ছে, দলের ভালোর জন‌্য অধিনায়কত্ব থেকে সরে যাওয়াটাই বেটার। শুধু খেলোয়াড় হিসেবে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। যখন সুযোগ আসবে তখন যেন সেরাটা দিতে পারি সেই চেষ্টা করে যাব।’- যোগ করেন তামিম। 

এসএইচ/এফকে