পিসিবির যে দায়িত্বে মিসবাহ, ইনজামাম, হাফিজ
সাবেক তিন অধিনায়ক মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে নিয়ে ক্রিকেট টেকনিক্যাল কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কমিটির নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহ।
গত সপ্তাহেই পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ‘হাই প্রোফাইল’ এ কমিটি গঠনের প্রস্তাবের কথা জানিয়েছিলেন। আর গতকাল মিসবাহ, ইনজামাম ও হাফিজের এ কমিটিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পিসিবি।
বিজ্ঞাপন
ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগের পাশাপাশি কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি, আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি সম্পর্কে পরামর্শ দেবে টেকনিক্যাল কমিটি। প্রয়োজনে বাড়তি ক্রিকেট বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাতে পারবে তারা। পিসিবি ম্যানেজমেন্ট কমিটির প্রধান আশরাফের কাছে নিয়মিত প্রতিবেদন দেবেন মিসবাহরা।
এ কমিটির প্রথম কাজ হবে পাকিস্তানের কোচিং স্টাফের ভাগ্য নির্ধারণ। এ সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফ জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ কমিটি তাদের মত জানাবে। এ ব্যাপারে এ সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ ছাড়া পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফির প্রস্তুতিরও দেখভাল করবে টেকনিক্যাল কমিটি। এ মৌসুমে আবারও বদলে যাচ্ছে দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট কাঠামো। পেশাদার বিভিন্ন বিভাগ ফিরছে আবার।
এর আগে ভিন্ন দায়িত্বে পিসিবির হয়ে কাজ করেছেন মিসবাহ, ইনজামামরা। মিসবাহ দায়িত্ব পালন করেছিলেন প্রধান কোচ হিসেবে। ইনজামাম ছিলেন প্রধান নির্বাচক।