আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৫ অক্টোবর। হাইভোল্টেজ এই ম্যাচটির ভেন্যু নির্ধারিত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে ওইদিনই গুজরাটে শুরু হবে ‘নবরাত্রি’ উৎসব। সে কারণে ভারত-পাকিস্তান ম্যাচটির সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছিল আইসিসি। 

ভারতীয় গণমাধ্যমে দাবি, ১৫ অক্টোবরের পরিবর্তে আগামী ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মহারণ অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সূচির ব্যাপারে পিসিবির তরফে সম্মতি পাওয়া গেছে বলে দাবি পাকিস্তানের গণমাধ্যমেরও। পিসিবি জানিয়েছে, ১৪ অক্টোবর আহমেদাবাদে খেলতে তাদের কোনো আপত্তি নেই।

আরও পড়ুন: বদলাতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের পাশাপাশি পাকিস্তানের আরও একটি ম্যাচের দিনক্ষণ বদলে যাচ্ছে। প্রথমে প্রকাশিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ছিল বাবর আজমদের। কিন্তু এবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ১০ অক্টোবর। অর্থাৎ ভারতের বিপক্ষে খেলার আগে দিন তিনেকের বিশ্রাম পেয়ে যাবে পাকিস্তান। তাই সব মিলিয়ে আর নতুন সূচি নিয়ে কোনো আপত্তি করেনি পিসিবি।

তবে শুধু দু’টি ম্যাচই নয়, শোনা যাচ্ছে, টুর্নামেন্টের আরও কয়েকটি ম্যাচের দিনক্ষণ বদলাতে পারে। বিসিসিআই সূত্রে খবর, আগামী ১০ আগস্টের আগেই সেই সূচি ঘোষিত হবে। আর সব ঠিকঠাক থাকলে ১০ আগস্ট থেকে শুরু হয়ে যাবে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন সমর্থকরা।

আরও পড়ুন: যেদিন থেকে মিলবে বিশ্বকাপের টিকিট!

বিশ্বকাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে ইতোমধ্যে আয়োজক দেশটিতে তুমুল উন্মাদনা দেখা দিয়েছে। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে থেকেই উচ্চদাম সত্ত্বেও সেখানকার হোটেলগুলো বুকিং হয়ে গেছে। এছাড়া হোটেলে জায়গা না পেয়ে অনেকে শর্তসাপেক্ষে বুকিং দিচ্ছেন স্থানীয় হাসপাতালে। এছাড়া এই ম্যাচকে ঘিরে বিমান-টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় তার দাম ৬ গুণ বাড়ানো হয়েছে।

তবে নতুন করে সূচি পরিবর্তন হলে বাড়তি ঝামেলা পোহাতে হবে অগ্রিম বুকিং দেওয়া এসব দর্শকদের। ক্রিকেটভক্তদের অনেকেই ইতিমধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য নির্দিষ্ট তারিখে ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। 

এফআই