ফাইল ছবি

এশিয়া কাপের বাকি এক মাসেরও কম সময়। এ আসরের জন্য এখনও স্কোয়াড চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড নির্বাচন ছাড়াও দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর খেলা নিয়েও দ্বিধায় আছে বোর্ড। এ সমস্যা সমাধানে আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।    

বেক্সিমকোর ধানমন্ডির অফিসে এই মুহূর্তে নির্বাচকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন বিসিবি সভাপতি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এবং দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক বৈঠকে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফির ফটোসেশন পদ্মা সেতুতে

আজ বেলা তিনটা নাগাদ বেক্সিমকোর অফিসে যান তিন নির্বাচক। তবে এ সভায় বিসিবির অন্য কোনো কর্মকর্তা কিংবা বোর্ড পরিচালক উপস্থিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।  

এদিকে, এশিয়া কাপ ও বিশ্বকাপকে কেন্দ্র করে গতকাল থেকে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। প্রথম দুই দিনে ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ হয়েছে। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। ৩২ জনের প্রাথমিক দল থেকে এশিয়া কাপের জন্য ২০ জনের দল বেছে নেওয়া হতে পারে। 

এসএইচ/এইচজেএস