সুপার ওভারে জিতল সাকিবরা
লঙ্কান প্রিমিয়ার লিগে সুপার ওভারে ম্যাচ জিতলো সাকিব-শানাকাদের গল টাইট্যান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করেছিল ব্যাটিংয়ে আমন্ত্রিত টাইট্যান্স। পরে ডাম্বুলা অরাকে ঠিক ১৮০ রানে বেধে রাখে তারা। টাই ম্যাচ সুপার ওভারে গড়ালে প্রথমে ৯ রান করতে পারে ডাম্বুলা। ভানুকা রাজাপাকশে চার-ছক্কা মেরে দুই বলেই প্রয়োজনীয় রান তুলে নেন।
আগে ব্যাটিং করতে নেমে শুরুতে লাসিথ ক্রসপুলেকে হারায় গল। তবে আরেক ওপেনার শেভন ড্যানিয়েল দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই তরুণ ব্যাটার সাজঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেছেন ২৬ বলে ৩৩ রান। এরপর তিনে নেমে দলকে পথ দেখান ভানুকা রাজাপাকশে। এই টপ অর্ডার ব্যাটার দারুণ ব্যাটিং করলেও সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৩৪ বল খেলে ৪৮ রান এসেছে তার ব্যাট থেকে।
বিজ্ঞাপন
ভানুকা সাজঘরে ফিরলে উইকেটে আসেন সাকিব। এই অলরাউন্ডার এসেই রানের গতি বাড়ানোতে মনযোগ দেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২ ছক্কা আর এক চারে ১৪ বলে ২৩ রান করেছেন তিনি। এরপর শেষদিকে দারুণ ফিনিশিং দিয়েছেন দাসুন শানাকা। অধিনায়কের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২১ বলে ৪২ রানের ইনিংস। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে গল।
জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে ডাম্বুলা। ফলে ম্যাচটি টাই হয়। ম্যাচে ফলাফল পেতে সুপার ওভারে খেলা গড়িয়েছে। সেখানে অবশ্য খুব একটা লড়াই করতে পারেনি ডাম্বুলা। দুই বলেই ম্যাচ শেষ করেছে গল।
এইচজেএস