ভিডিও থেকে নেওয়া।

লঙ্কান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হয়েছে গল টাইটান্স ও ডাম্বুলা অরা। গলের হয়ে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি চলাকালে হঠাৎই মাঠে ঢুকে পড়ল একটি বড় সাপ। 

তখন ক্রিজে ব্যাট করছিলেন গল টাইটান্সের ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। সাপ ঢোকায় কিছুক্ষণ মাঠের খেলাও বন্ধ ছিল। পরে সাপটি মাঠের বাইরে চলে গেলে আবার খেলা শুরু হয়। 

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে সাকিবদের গল টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ভানুকা রাজাপাকসে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮ (৩৪ বলে) রান করেন। অধিনায়ক দাসুন শানাকা ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।

এদিকে, ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ২ ছক্কা আর এক চারে ১৪ বলে ২৩ রান করেছেন তিনি। ব্যাটিংয়ে ইনিংস বড় করতে না পারলেও বল হাতে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে মূল্যবান একটি উইকেট শিকার করেছেন তিনি। 

এফআই