ফাইল ছবি

লন্ডন থেকে দুই দিন আগেই স্বস্তির খবর এসেছিল। আপাতত অপারেশান লাগবে না তামিম ইকবালের, যে কারণে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। পর্যবেক্ষণ শেষে আজ রাতেই বাংলাদেশের বিমান ধরার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) দেশে পৌঁছাবেন ওয়ানডে অধিনায়ক।

৩১ জুলাই থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের। মূলত চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে অধিনায়ক তামিম ইকবালের দেশে ফেরার পর স্কোয়াড চূড়ান্ত হবে। 

তাই ইংল্যান্ড থেকে দেশে পৌঁছেই বোর্ডের সাথে জরুরী আলোচনার কথা রয়েছে তামিমের। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। মাঠে ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না এমন সব প্রশ্নের উত্তর মিলবে দুই পক্ষের সেই আলোচনা শেষে।

এসএইচ/এইচজেএস