লারা-দ্রাবিড়কে টপকে শচীনের পাশে বসলেন রুট
ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙতে পারবেন কি না, তা নিয়ে চর্চার অন্ত নেই। তবে সেই আলোচনার মাঝেই জো রুট নিঃশব্দে ছুঁয়ে ফেললেন লিটল মাস্টারের একটি টেস্ট রেকর্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে ৫ টেস্টে ৪১২ রান করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। এ নিয়ে ১৯তম বারের মত টেস্ট সিরিজে তিনশো বা তার বেশি রান করার নজির গড়লেন রুট। যার সুবাদে শচীন টেন্ডুলকারের পাশে বসলেন ব্রিটিশ এই তারকা ব্যাটার।
বিজ্ঞাপন
টেস্ট সিরিজে ১৯বার ৩০০ বা তার বেশি রানের রেকর্ড এতদিন ছিল কেবল শচীন টেন্ডুলকারের। এই তালিকায় যৌথভবে এখন শীর্ষে আছেন শচীন ও রুট। তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের রাহুল দ্রাবিড়। ১৮ বার করে টেস্ট সিরিজে অন্তত ৩শ’ রান করেছেন লারা ও দ্রাবিড়।
আরও পড়ুন: ব্রডের অনন্য যত কীর্তি
যৌথভাবে তালিকার তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। ১৭ বার করে টেস্ট সিরিজে অন্তত ৩শ’ রান করেছেন তারা।
ওভালে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দুই ইনিংসে ৫ ও ৯১ রান করেন রুট। সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ ভারতের বিপক্ষে। আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্টে সিরিজ খেলবে ইংলিশরা। ঐ সিরিজে অন্তত ৩০০ রান করলে টেন্ডুলকারকে টপকে যাবেন এককভাবে রেকর্ডের মালিক হবেন রুট।
আরও পড়ুন: কোন জাদুবলে একাই দাঁড়িয়ে রইল রুটের ব্যাট!
রুট এখনও পর্যন্ত ১৩৫টি টেস্টের ২৪৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ৫০.২৯ গড়ে ১১৪১৬ রান সংগ্রহ করেছেন। তিনি দেশের হয়ে লাল বলের ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি ও ৬০টি হাফ-সেঞ্চুরি করেছেন।
সবচেয়ে বেশিবার টেস্ট সিরিজে ৩০০ রানের গণ্ডি টপকেছেন যারা
১. শচীন টেন্ডুলকার (ভারত)- ১৯ বার।
২. জো রুট (ইংল্যান্ড)- ১৯ বার।
৩. রাহুল দ্রাবিড় (ভারত)- ১৮ বার।
৪. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)- ১৮ বার।
৫. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৭ বার।
৬. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)- ১৭ বার।