‘ভুল জার্সি’ পরে ইংল্যান্ডের অভিনব উদ্যোগ
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট চলছে। আজ (শনিবার) নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ইংল্যান্ড ক্রিকেটাররা ভুল জার্সি পরে নামেন। আদতে সেটি ভুল নয়, একটি বিশেষ উদ্দেশে একে অপরের জার্সি বদল করে পরেছেন তারা। অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার বাংলা করলে দাঁড়ায় ভুলে যাওয়া রোগ। এই রোগে আক্রান্তদের চিকিৎসার স্বার্থে ইংল্যান্ড দলের এই উদ্যোগ।
জনি বেয়ারস্টোর জার্সি পরে আছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। স্টুয়ার্ড ব্রডের জার্সি পরেছেন জেমস অ্যান্ডারসন। আবার ব্রডের গায়ে অ্যান্ডারসনের জার্সি, ক্রিস ওকসের জার্সি মঈন আলীর গায়ে। এভাবে প্রথম দেখায় মনে হতে পারে সবাই একই ভুল কিভাবে করলেন! তবে পরিকল্পিত এই উদ্যোগের মাধ্যমে ডিমেনশিয়া রোগীদের জন্য অর্থ সংগ্রহ করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> অ্যাশেজে ব্রডের রেকর্ড
গতকাল (শুক্রবার) অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে অলআউট করে দিন শেষ করে ইংল্যান্ড। যেখানে অজিরা ১২ রানের লিড পায়। তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা। তার আগে সবাই মিলে দাঁড়িয়ে মাঠে জাতীয় সঙ্গীতে সুর মেলান। ওই সময়ই তাদের জার্সি পরিবর্তন করে পরতে দেখা যায়।
— England Cricket (@englandcricket) July 29, 2023
এ নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে ডিমেনশিয়া। তারা এবং তাদের প্রিয়জনের ওপর এর ভয়াবহ প্রভাব পড়েছে। আমি অত্যন্ত খুশি যে ডিমেনশিয়ার ভয়াবহ প্রভাব নিয়ে আমরা সচেতনতা বাড়াতে পারছি। রোগটির ভয়াবহতার ইতি টানতে অর্থ সংগ্রহ করতে পারছি বলে আমি আনন্দিত।’
অ্যাশেজের পঞ্চম টেস্ট বেশ জমে উঠেছে। ম্যাচটিতে জয় কিংবা ড্র হলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে অজিদের। অন্যদিকে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংলিশদের জয়ের কোনো বিকল্প নেই। ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ৫৪.৪ ওভারে ২৮৩ রানে অল-আউট হয়ে যায়। সর্বোচ্চ ৮৫ রান করেন হ্যারি ব্রুক। চারটি উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট পান জশ হ্যাজলউড এবং টড মার্ফি। একটি উইকেট পান প্যাট কামিন্স। জবাবে প্রথম ইনিংসে ২৯৫ রান তোলে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ সর্বোচ্চ ৭১ রান এবং কামিন্স ৩৬ রান করেন। মার্ফি করেন ৩৪ রান। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট পান ওকস। দুটি করে উইকেট নেন ব্রড, রুট এবং উড।
এএইচএস