সাত নম্বরে নিজেকে দেখছেন না মেহেদি
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে শেখ মেহেদি হাসান। সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর পেরিয়ে গেছে প্রায় ১০ মাস। কিন্তু এই সময়ে নির্বাচকদের রাডারেও আসতে পারেননি তিনি। তবে সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপ এবং আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে আবারও আলোচনায় এই অলরাউন্ডার।
বাজে সময় কাটিয়ে ফর্মে ফেরাটা যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন। ব্যাতিক্রম কিছু হয়নি মেহেদির ক্ষেত্রেও। এ প্রসঙ্গে তিনি ঢাকা পোস্টকে বলেন, 'আলহামদুলিল্লাহ, যদি দেখেন প্রতিটি ম্যাচেই চেষ্টা করেছি দলের হয়ে কনট্রিবিউট করতে। আরো ভালো করার সুযোগ ছিল। তবে সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে, কিছু জিনিস নিয়ে আমি নিজে কাজ করেছি বা করছি। সে কারণে সাফল্যও পেয়েছি। নিজের উন্নতির জন্যই কাজ করছি।'
বিজ্ঞাপন
সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটেই বাংলাদেশের হয়ে খেলেছেন মেহেদি। তবে টি-টোয়েন্টিতেই বেশি কার্যকরী ভাবা হয় এই অলরাউন্ডারকে। এমনকি তার পরিসংখ্যানও এমন কথাই বলে। তারপরও সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে তিনি যেভাবে ব্যাটিংয়ে-বোলিংয়ে দাপট দেখিয়েছেন তাতে আসন্ন এশিয়া কাপের দলে তার সম্ভাবনা দেখছেন অনেকেই। যেখানে সাত নম্বর পজিশনে ভাবা হচ্ছে এই অলরাউন্ডারকে। তবে এমন ভাবনার সঙ্গে একমত হতে পারছেন না মেহেদি নিজেই।
তিনি বলেন, 'জাতীয় দলে থাকা একজন খেলোয়াড়ের জন্য বড় কিছু। এখনো তো দল দেয়নি সুতরাং এই বিষয় নিয়ে এখনি কিছু বলা কঠিন। ওরকম যদি সুযোগ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো। আমি যেহেতু প্রায় ১০ মাসের মতো দলের বাইরে সেক্ষেত্রে আমার জন্য আরো বড় পাওয়া হবে এটা। তবে সাত নম্বর পজিশন নিয়ে আমি একদমই ভাবছি না। আসলে আমার মনে হয় না সেই জায়গায় কখনো ট্রাই করবে। তো এটা নিয়ে আসলে ভাবছি না।'
লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও খেলার মধ্যেই ছিলেন মেহেদি। এই সময়ে ঘরোয়া পর্যায়ে কিংবা 'এ' দলের হয়েও ম্যাচ খেলেছেন তিনি। তাই এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ দিয়ে দলে ফিরলে মানিয়ে নিয়ে খুব একটা কষ্ট হবে না তার। এমনকি বাংলাদেশের জার্সিতে খেলতে মানসিকভাবেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।
তিনি বলেন, 'হ্যাঁ, আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আমার প্রস্তুতি নিয়ে শতভাগ প্রস্তুত আছি এখন। যদি এরকম কোনো অপশন হয় ইনশাআল্লাহ চেষ্টা থাকবে ভালো করার সর্বোচ্চটুকু দিয়ে।' কোনো নির্বাচকের সঙ্গে এসব বিষয় নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে মেহেদীর জবাব, 'কারোর সাথে এসব নিয়ে কোনো ধরণের কথা হয়নি।'
এসএইচ/এইচজেএস