এক বোলারের কাছে বারবার আউট হবার ঘটনা ক্রিকেটে নতুন কিছু নয়। তবে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ এবং বাংলাদেশের তাসকিন আহমেদের বেলায় ঘটনাটি কিছুটা দ্রুতই ঘটে যাচ্ছে যেন। শেষ ১৬ দিনে ৫ বার তাসকিনের বলে আউট হয়েছেন এই ওপেনিং ব্যাটার। 

বিশেষ কোন বোলারের হাতে বারবার আউট হলে তাকে ‘বানি’ নামে ডাকার প্রচলন রয়েছে। ক্রিকেট বিশ্বে এমন বানি হয়েছেন অনেকেই। যার নতুন সংযোজন হয়ত গুরবাজ। বাংলাদেশের বিপক্ষে টি-২০, ওয়ানডে আর সবশেষ জিম আফ্রো টি-১০, সব ফরম্যাটেই তাসকিনের বলে কাটা পড়েছেন এই আফগান। সবশেষ জিম আফ্রো টি-১০ টুর্নামেন্টে দুবার আউট হয়েছেন তিনি। বাকি তিনবার আউট হয়েছেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে।  

১১ জুলাই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথমবার তাসকিনের শিকার হন গুরবাজ। সেবার উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়েছিলেন। এরপর বাকি দুটি টি-টোয়েন্টিতেও এই ওপেনারকে আউট করেছেন তাসকিন। 

আরও পড়ুন: তাসকিনের জোড়া উইকেট, জিতল বুলাওয়ে

নিজের বোলিং বৈচিত্র্য দিয়েই গুরবাজকে বারবার বিভ্রান্ত করেছেন তাসকিন। কখনো  অফ স্টাম্পের বাইরে বল করে সফল ছিলেন। আবার কখনোবা স্লোয়ার কিংবা বাউন্সারে গুরবাজকে কাবু করেছেন তিনি। 

বোলারদের হাতে এমন বানি হবার রেকর্ডে অবশ্য এখনও অনেকখানি পিছিয়ে আছেন তাসকিন এবং গুরবাজ। গ্লেন ম্যাকগ্রার হাতে ১৯ বার আউট হয়ে বানি তালিকার শীর্ষে আছেন কিংবদন্তি ইংলিশ ব্যাটার মাইক আথারটন। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার আর্থার মরিস। ইংলিশ বোলার অ্যালেক বেডসারের বলে ১৮ বার আউট হয়েছেন তিনি। তৃতীয় অবস্থানে আছেন স্টুয়ার্ট ব্রডের বলে ১৭ বার আউট হওয়া ডেভিড ওয়ার্নার। 

তাসকিন এবং গুরবাজের ক্যারিয়ার এখনও কেবল মধ্যগগণে। এশিয়া কাপ আর বিশ্বকাপেও দুইজনের আবার মুখোমুখি হবার সম্ভাবনা আছে। তাসকিন যদি সত্যিই গুরবাজকে বানি করতে চান, তবে সেটার সুযোগও দ্রুতই পাবেন তিনি। 

জেএ