এশিয়া কাপের প্রাথমিক দলে থাকবেন রিয়াদ?
আগামী ৩১ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। আসন্ন এই আসর মাঠে গড়াতে যাচ্ছে হাইব্রিড মডেল আকারে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৩ টি ম্যাচ। আর এই আসরকে সামনে রেখে মাস খানেক আগে থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণার তারিখ ছিল ২২ জুলাই, তবে এখনো দল ঘোষণা করেনি বিসিবি। প্রাথমিক এই দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা সেটা এখনো ঘোলাটে। কেননা সবশেষ বাংলাদেশ দলের তিন ওয়ানডে সিরিজের দলে ছিলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। যে কারণে এশিয়া কাপ বা বিশ্বকাপ দলে তার থাকা নিয়ে চলছে যদি-কিন্তুর হিসেব।
বিজ্ঞাপন
জানা গেছে আগামীকাল বুধবার আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বিসিবি। এই দল দিলেই বোঝা যাবে রিয়াদের ভাগ্য। তবে গেল রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে রিয়াদ ইস্যুতে বলেছিলেন, ‘আমার জন্য বলা খুব কঠিন। এখন আমি বলতে পারবো না। নির্বাচকদের সঙ্গে কথা না বলে বলা কঠিন কী অবস্থায় আছে। এই সিরিজটা যদি খেলতো তাহলে হয়তো বলতে পারতাম। বিশ্বকাপ দলে রিয়াদ কেন আসবে বা আসতে পারবে না এরকম কোনো চিন্তা ভাবনা আমার নেই। পারফরম্যান্স না দেখে বলে দেওয়া যে হ্যাঁ ও খেলবে এটাও সম্ভব না। আমার পক্ষে বলাটা কঠিন।’
সম্প্রতি মিরপুরে ব্যাট হাতে রিয়াদকে একাডেমি মাঠে অনুশীলন করতেও দেখা গেছে। নেট বোলারদের সঙ্গে নিয়ে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে তাকে। তার আগে অনুশীলনের একটি ছবি দিয়ে নিজের ফেসবুক পোস্টে রিয়াদ লেখেন, ‘চ্যালেঞ্জ ইউর স্টোরি।’
এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে রিয়াদের থাকা নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তারপর আপডেট দিতে পারবো।’
এসএইচ/এইচজেএস