বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সর্বশেষ ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছেন হারমানপ্রীত কৌর। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্টাম্প ভাঙা ছাড়াও ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড় ও আম্পায়ারদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি। ভারতীয় অধিনায়কের ক্রিকেটীয় পেশাদারিত্বের চরম ঘাটতি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কঠোর শাস্তি দাবি ও আচরণ বদলানোর পরামর্শ দিচ্ছেন খোদ ভারতের সাবেক ক্রিকেটাররাও।

এবারের আগে নিজের ক্যারিয়ারে আরও একবার এমন সমালোচনার মুখে পড়েছিলেন তারকা এই ব্যাটার। দেশে দেশে ক্রীড়াবিদদের সম্মানসূচক অনেক সরকারি চাকরি দেওয়া হয়ে থাকে। ২০১৮ সালে পাঞ্জাব পুলিশে তাকে ডিএসপি হিসেবে নিযুক্ত করা হয়। মূলত তার নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অরবিন্দর সিং তাকে ডিএসপির পদে নিযুক্ত করেছিলেন। সেই পদের জন্য স্নাতক ছিল নূন্যতম যোগ্যতা।

সে নিযুক্ত হয় এবং পরে জানা যায়, হারমানপ্রীত গ্রাজুয়েশনের যে সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেটি আসলে ভুয়া। আর এই অভিযোগের ভিত্তিতেই ডিএসপি পদ থেকে তার চাকরি চলে যাওয়ার বিষয়ে সেসময় গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। যদিও হারমানপ্রীত কৌর তার সার্টিফিকেটকে আসল হিসেবে দাবি করেন। পুলিশে যোগদানের আগে ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করেছিলেন হারমানপ্রীত। 

গত শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্টাম্পে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেছিলেন কৌর। এরপর ম্যাচ শেষেও বাংলাদেশের খেলোয়াড় ও আম্পায়ারদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি। যা সুস্পষ্টভাবে ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকা বিসিবির কর্মকর্তারাও ভারত অধিনায়কের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। 

পাশাপাশি দুই দলের ক্রিকেটাররা যখন ট্রফি নিতে মাঠে আসেন তখন, তিনি বলতে থাকেন আম্পায়ারদের মাঠে নিয়ে আসতে। যা মোটেই ভালোভাবে দেখেননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনিও গোটা দল নিয়ে ড্রেসিংরুমে চলে যান। পরিস্থিতি যে মোটেই ভালো ছিল না তা বলার অপেক্ষা রাখে না। হারমানপ্রীতের এই আচরণে অনেকেই অবাক যেমন হয়েছে, তেমনই সমালোচনাও করেছেন।

ক্রিকেটীয় আচরণবিধি ভঙ্গ করার দায়ে ধারণা করা হচ্ছিল বড় শাস্তিই পেতে যাচ্ছেন হারমানপ্রীত কৌর। এমনকী নিষিদ্ধও করা হতে পারে। তবে ম্যাচ রেফারি আখতার আহমেদ জানিয়েছেন, আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির মাত্র ৭৫ শতাংশ জরিমানা হচ্ছে ভারতীয় অধিনায়কের। এছাড়া ৪টি ডিমেরিট যোগ হচ্ছে কৌরের নামের পাশে। যদিও আইসিসির তরফে এখনো শাস্তির ঘোষণা আসেনি। 

এফআই