ফিট তামিমকে পেতে সবকিছু করতে রাজি পাপন
সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ চলাকালে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরার কথা জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তাই আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে তামিমের নেতৃত্বেই খেলার কথা বাংলাদেশের। তবে অধিনায়ককে পাওয়া নিয়ে আছে শঙ্কা। কারণ পিঠের চোটে ভুগছেন তিনি। তবে সেই চোট সাড়াতে যা যা করা প্রয়জন তার সবটাই করতে চায় বিসিবি।
কয়েকদিন আগে এক সাক্ষাতকারে তামিম তার ব্যায়াম নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন, 'জিম সেশনে একটি এক্সারসাইজ করতে গিয়ে তা আবার ফিরে এসেছে। তাহলে কি প্রশ্ন তোলা উচিত নয়, ওই এক্সারসাইজ আমার জন্য সঠিক ছিল নাকি ভুল? যে এক্সারসাইজ আমার করার কথা নয়, সেটি কেন করছিলাম? যে এক্সারসাইজ করলে এই ইনজুরিতে সমস্যা হওয়ার কথা নয়, সেটি কেন করানো হয়নি? এই কারণও বের করা উচিত।'
বিজ্ঞাপন
এরপর আজ রোববার বাংলাদেশ নারী দলের সঙ্গে সভা শেষে তামিমের সেই মন্তব্যের প্রসঙ্গে জবাব দেন বোর্ড সভাপতি পাপন, 'এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে এক্সারসাইজ দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না অবজেক্টিভটা কী বলার। নিয়মিত দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে। এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে দাঁড়িয়ে। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি।'
পাপন আরো জানান বিশ্বকাপে তামিমকেই অধিনায়ক ধরেছেন তারা, 'আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ সে দুটি ম্যাচে লিটন দাস অধিনায়ক ছিল। এখন তামিম যদি ফেরত আসে তামিম হবে, আর যদি ফেরত না আসে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখনো থেকে খেলতে পারবে। না জেনে মন্তব্য করা কঠিন। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক।'
এসএইচ/এইচজেএস