টেস্ট জয়ে আবহাওয়ার সাহায্য চান ব্রড
প্রথম দুই টেস্ট হারের পরেও অস্বাভাবিক এক প্রত্যাবর্তনের মুখে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। মর্যাদার অ্যাশেজ লড়াইয়ের চতুর্থ টেস্টেও জয়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে আছে বেন স্টোকস এন্ড কোং। তবে টেস্ট জয়ে শুধু নিজেদের পারফর্মই না, পাশাপাশি বৃষ্টির দিকেও তাকিয়ে থাকছে হচ্ছে ইংলিশদের।
এমন পরিস্থিতিতে টেস্ট জিততে আবহাওয়া আর ঈশ্বরের সাহায্যই চাইলেন পেসার স্টুয়ার্ট ব্রড। ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলে নিয়মিত কলাম লিখছেন এই বোলার। সেখানেই লিখেছেন, আমাদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন।
বিজ্ঞাপন
নিজের কলামে ব্রড লিখেছেন, ‘চেঞ্জিং রুমে বসে বৃষ্টি দেখে ভাবছিলাম, এই ম্যাচের ফলাফল যদি বৃষ্টিই নির্ধারণ করে দেয়, তবে সেটা খুব বড় অন্যায় হবে। যদিও হেড কোচ আমাদের শান্ত থাকতে বলছিলেন।’
‘ম্যানচেস্টারের আবহাওয়া বিধাতার কাছ থেকে আমাদের কিছু ভাগ্যের সহায়তা প্রয়োজন। আমাদের শুধু আরেকটু সময় দরকার কাজটি পুরোপুরিভাবে শেষ করতে’ আরও যোগ করেন ব্রড।
টেস্ট ফরম্যাটে ৬০০ উইকেট নেয়া এই পেসার বলেন, পুরো সিরিজে কখনোই মনে হয়নি তার দল পিছিয়ে পড়েছে, ‘আমার একবারও মনে আসেনি যে, পরিস্থিতি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ এজবাস্টনে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি,যদিও জয়টা অস্ট্রেলিয়া পেয়েছে। আমাদের ধারণা, আমরা দারুণ ক্রিকেট খেলেছি। একদিনেই ইনিংস ডিক্লেয়ার, তাদের অলআউট করা এবং শেষে পঞ্চম দিনে ফল আনার চেষ্টা করা।’
ব্রড মনে করেন, এই টেস্ট জিতলে দারুণ এক পরিস্থিতি তৈরি করতে পারবে ইংলিশরা, ‘আমরা যদি সিরিজে ২-২ এ সমতা আনতে পারি, তবে দারুণ এক পরিবেশ তৈরি হবে, ঠিক যেমনটা আমি আশা করছি। আমি বলব, ২-২ সমতায় ওভালে যেতে পারলে আমার দারুণ লাগবে। আর আমি সত্যিই এমনটা চাই।’
ম্যানচেস্টারে আজ সিরিজের চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলা গড়ানোর কথা। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬১ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। বিপরীতে হাতে আছে আরও ৫ উইকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দিনের খেলা শুরু হয়নি।
জেএ