ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ নারী দল। তবে স্বাগতিকদের ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না। টাইগ্রেস ব্যাটাররা ক্রিজে থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসছেন। পারছেন না ইনিংস বড় করতে। এর পেছনে কারণটা টেকনিক্যাল নাকি মানসিক? আজ (শুক্রবার) এই প্রশ্নের জবাব দিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলেকারত্নে।

তিনি বলছেন, ‘আমার মনে হয়, তারা টেকনিক্যালি ভালো। কাছ থেকে পর্যবেক্ষণ করলে সেটা বোঝা যায়। তবে তাদের মানসিকতা বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত নয়। সেজন্য এটা নিয়ে তাদের সঙ্গে কাজ করতে হবে। এছাড়া ফিটনেসও গড়পড়তার নিচে। আমাদের এখন নতুন ট্রেনার আছে, ইংল্যান্ড থেকে এসেছে। সে কাজ করছে। এই সিরিজের পর একটা ফিটনেস ক্যাম্প হবে, ৬ সপ্তাহের। আমি নিশ্চিত, তারা ঠিকভাবে ফিরে আসবে।’

আরও পড়ুন >> ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় দুঃসংবাদ

‘ব্যাটিং চিন্তার একটি বড় কারণ। ওরা উইকেটে থিতু হওয়ার পরও আউট হয়ে যাচ্ছে। সবচেয়ে কঠিন কাজ হলো, থিতু হওয়া। ভালো শুরু পাওয়ার পর, আপনি উইকেট ছুঁড়ে আসতে চাইবেন না। দ্বিতীয় ম্যাচে ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১০৩ রান, আমরা ভেবেছিলাম চাহিদার সমান্তরালেই আছি। কিন্তু ওই সময় দূর্ভাগ্যবশত পিংকির উইকেট হারানো আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তাই আমরা ব্যাটিং নিয়ে ভাবছি। বড় চিন্তার জায়গা হলো অনেক বেশি ডট বল খেলা। এছাড়া প্রথম পাওয়ার প্লেতেও আমরা অনেক পিছিয়ে থাকছি। যা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, তারা আগামীকাল ভালো পারফরম্যান্স নিয়ে আসবে’, যোগ করেন তিলেকারত্নে। 

দ্বিতীয় ম্যাচ হারলেও সিরিজের শেষ খেলায় ঘুরে দাঁড়াতে চান টাইগ্রেসদের এই লঙ্কান কোচ, ‘মেয়েরা আত্মবিশ্বাসী। দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনাও নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। আশা করছি কালকে তারা ঘুরে দাঁড়াবে।’

এসএইচ/এএইচএস