আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। তার আগে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ দল। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে শেষ ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এর আগে প্রথম ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে অসুস্থতার কারণে ব্যাটিংই করতে পারেননি স্বর্ণা আক্তার। পেটের ডান পাশে হঠাৎ প্রচণ্ড ব্যথার কারণে যেতে হয়েছিল হাসপাতালেও। যে কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। কালও তাকে পাওয়া যাচ্ছে না।

আজ (শুক্রবার) মিরপুরে সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে বলেন, 'স্বর্ণা এই মুহূর্তে আনফিট। জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব। আর হ্যাঁ আমরা আমাদের মিডল অর্ডার নিয়ে কাজ করছি।'

'এটি চিন্তার জায়গা। আমরা মাঝের ওভারগুলোতে যথেষ্ট সিঙ্গেলস পাচ্ছি না। আমরা এটি আলোচনা করেছি। আমি নিশ্চিত, তারা ভুল শুধরে শেষ ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াবে।'- যোগ করেন হাসান।

তবে শেষ ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চান তিলেকারত্নে। একইসঙ্গে ক্রিকেটাররাও আত্মবিশ্বাসী বলে মনে করেন তিনি, 'মেয়েরা আত্মবিশ্বাসী৷ দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা নিয়ে এসেছি৷ এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, কালকে ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে।'

এসএইচ/এফআই