১৮ বছর বয়স, এই সময়েই অনেকে ক্রিকেটার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। তবে বর্তমানে বয়সের চেয়ে পারফরম্যান্সকেই বেশি প্রাধান্য দিতে দেখা যায়। যে কারণে ১৬-১৭ বয়সে কেউ জাতীয় দলে আসছেন, আবার ৩০-এর কোঠা পার করেও অভিষেক হচ্ছে কারও। তবে এবার ১৮ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম।

মূলত ইসলাম ধর্ম মেনে জীবন পরিচালনা করতেই আয়েশা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের অবসরের কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে ২০২০ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে আয়েশার অভিষেক হয়।

তিনি জানিয়েছেন, ‘আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চাই।’

অবসরের আগে তিনি ৪টি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ৩৪ ম্যাচের ক্যারিয়ারে তিনি সবমিলিয়ে করেছেন ৪০২ রান। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আয়েশা। ম্যাচটিতে তিনটি ছক্কা ও এক চারে ২০ বলে ২৪ রান করেছিলেন।

আরও পড়ুন >> স্মৃতির জন্মদিনে বাংলাদেশে ছুটে এলেন প্রেমিক

পরবর্তীতে তার এমন ক্যামিও দেখে প্রশংসা করেছিলেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। নিজের টুইটার অ্যাকাউন্টে আয়েশার একটি শটের ভিডিও শেয়ার করে তাকে ‘সিরিয়াস ট্যালেন্ট’ বলে উল্লেখ করেন।

লম্বা ছক্কার জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন আয়েশা। ২০২৩ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি দীর্ঘতম ছক্কা মেরে তিনি সবার নজর কেড়েছিলেন। ভারতের বিপক্ষের ম্যাচে তার হাঁকানো একটি ছয় ছিল ৮১ মিটারের। এটি ছিল টুর্নামেন্টের দীর্ঘতম ছয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ৭৯ মিটার লম্বা ছয় মেরেছিলেন এই ডান-হাতি ব্যাটার। এখন পর্যন্ত তার অবসর নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি পিসিবি।

এএইচএস