১৫ দিনের মাঝেই তিনবার দেখা হতে পারে ভারত এবং পাকিস্তানের। বিশ্বকাপের আগেই এশিয়া কাপের অংশ হিসেবে একে অন্যের বিপক্ষে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলিয়ে অন্তত দুবার দুই দলের দেখা হওয়া নিশ্চিত। আর ফাইনালে উঠতে পারলে ১৫ দিনের মাঝেই তিনবার খেলা হবে তাদের। 

তবে বিশ্বকাপের আগেই এশিয়া কাপের এমন সূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দুই দেশের সাবেক তারকারা। সূচি থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড়। অন্যদিকে এমন সূচির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সালমান বাট। 

ভারতের এমন সূচি নিয়ে বেশ আগ্রহের সাথেই কথা বলেছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ত্রিনিদাদ থেকে জানালেন, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল হলে দারুণ ব্যাপার হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশ করা ভিডিওতে দ্রাবিড় বলেন, ‘এশিয়া কাপের সূচি দেখে বুঝলাম, সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে তবেই পাকিস্তানের বিরুদ্ধে তিন বার খেলা যাবে। তাই আমরা একটা ধাপ ধরে ধরে এগোতে চাই। আগে থেকেই বেশি ভাবনাচিন্তা করে নিজেদের চাপে ফেলতে চাই না। এক-একটা ম্যাচ ধরে এগোতে হবে।’

রও পড়ুন: দেড় মাসেই চারবার মুখোমুখি ভারত-পাকিস্তান 

অবশ্য গ্রুপ পর্বের ম্যাচের দিকেই প্রথমে নজর রাখতে চান ভারতীয় কোচ, ‘প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে হবে। এখন সেই ম্যাচের দিকে ফোকাস করা উচিত। ভাল ক্রিকেট খেলে সেই দুটো ম্যাচে জিততে হবে। তার পর দেখার যে, প্রতিযোগিতায় আমরা কোথায় থাকি। যদি পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই তিন বার খেলার সুযোগ আসে তা হলে খুব ভাল হয়। কিন্তু সেটা করতে গেলে আমাদের ফাইনালে উঠতে হবে। আশা করি পাকিস্তানও ফাইনাল খেলবে।’ 

তবে দ্রাবিড়ের মত সূচি নিয়ে খুশি হতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তাঁর দাবি অনুযায়ী, এই সূচিতে বাবর আজমরা একেবারেই বিশ্রাম পাবেন না। তাদের জন্য খুবই ক্লান্তিকর এক টুর্নামেন্ট হবে এবারের এশিয়া কাপ। 

বাটের ভাষ্য, ‘এটি একটি অদ্ভুত সূচি। পাকিস্তানে তাদের প্রথম ম্যাচ খেলছে পাকিস্তান, তার পর দ্বিতীয় ম্যাচ খেলতে যাবে শ্রীলঙ্কায়। অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচটি ঘরের মাঠে খেলবে, এবং তাদের দ্বিতীয় ম্যাচটি তারা পাকিস্তানে খেলবে। যদিও মাঝে ৪-৫ দিনের ব্যবধান রয়েছে।’

বাট এশিয়া কাপের এই সূচি মেনে নেওয়ার জন্য পিসিবির সমালোচনাও করেছেন সাবেক এই খেলোয়াড়, ‘পাকিস্তান যারা মূলত আয়োজক দেশ, তারা প্রথম দুই ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের ব্যবধান পেয়েছে। আমরা কখনও-ই আমাদের খেলোয়াড়দের নিয়ে ভাবি না।’

জেএ