ফাইল ছবি

চলতি মাসে (৬ জুলাই) আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ২৮ ঘণ্টার ব্যবধানে আবারো ক্রিকেট মাঠে ফেরার কথা জানান টাইগার এই ওয়ানডে অধিনায়ক। আচমকা এমন অবসরের পর সতীর্থ থেকে শুরু করে গণমাধ্যমের কাছ থেকে বহু খুদেবার্তা পেয়েছিলেন তামিম। তবে অবসর ইস্যু নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা বলেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকী তামিম ইকবালের তরফেও যোগাযোগ করা হয়নি।  

হাথুরুর সঙ্গে কথা না হলেও বাকি বিদেশি তিন কোচ যোগাযোগ করেছিলেন বলে জানান তামিম। দেশের একটি গণামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ওয়ানডে অধিনায়ক বলেন, 'নাহ, উনি (হাথুরু) কোনো যোগাযোগ করেননি। অবশ্য আমিও করিনি। কাজেই, এটা দুই দিকেরই ব্যাপার। কোচিং স্টাফের অন্য তিন জন আমাকে ম্যাসেজ পাঠিয়েছিলেন।'

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ৭ জুলাই গণভবনে কি কথা হয়েছে এ নিয়ে তামিম বলেন, 'নরম্যাল কথাই হয়েছে। আমার কাছে মনে হয় যে, পাপন ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটেই থাকা উচিত। আমার কাছে অন্তত এটাই। উনি বাংলাদেশ ক্রিকেটের প্রধান। একজন সভাপতি ও ক্রিকেটারের সম্পর্ক যেমন হওয়া উচিত, তেমনই। তো এরকম কথাই হয়েছে।'

আরও পড়ুন: রিয়াদ-তামিমকে নিয়ে যা ভাবছে বিসিবি

ড্রেসিংরুমে গেলে নতুন করে কোনো ইস্যু হবে না বলছেন তামিম, 'আমার মনে হয় না তেমন কিছু হবে। কারণ, যে পরিস্থিতির ভেতর দিয়ে গেছি, এটা তো সবাই দেখেছে। অবসরের কারণ হয়তো তারা জানে না, কিন্তু ফেরার কারণ জানে। আমি নিশ্চিত, তারা এটা অনুধাবন করবেন এবং এটা কোনো ইস্যু হবে না।'

আমাকে যে অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে, যা কিছু হয়েছে, সেসবের কোনো প্রভাব আমি ওদের ওপর পড়তে দেইনি বা কখনও প্রকাশ করিনি ওদের সামনে। সবসময় নিজের মধ্যেই রেখেছি। এজন্যই আমার অবসরের খবরে সবাই শকড হয়েছে। ওরা তাই এসব বুঝতে পারবে বলেই আমার বিশ্বাস। দলকে নিয়ে আমি আসলে খু্ব একটা চিন্তিত নই। আমি আগের মতোই থাকব।- যোগ করেন তামিম।

এসএইচ/এফআই