এশিয়া কাপের খেলা দুই দেশে, চার্টার্ড বিমান পাবে বাংলাদেশ
আসন্ন এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত ছিল আগেই। বাকি ছিল ম্যাচ মাঠে গড়ানোর সূচি, তবে গতকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সূচিতে দেখা গেছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩১ আগস্ট বাংলাদেশ দলের খেলা শ্রীলঙ্কাতে। এরপর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ৩ সেপ্টেম্বর খেলা পাকিস্তানের লাহোরে।
স্বাভাবিকভাবে দুই দিনের মধ্যে এক দেশ হতে অন্য দেশে ভ্রমণ করে মাঠে খেলতে নামা কঠিন বিষয়। তবে বাংলাদেশের ক্রিকেটারদের সুবিধার্থে এসিসি এ সময় চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ মিরপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
জালাল ইউনুস বলেন, 'আমাদের তো লাহোরে যেতে হবে। শুরুতে শ্রীলঙ্কায় খেলা। প্রথম রাউন্ডে দুইটা ম্যাচ আছে আমাদের, পাকিস্তান-শ্রীলঙ্কা মিলিয়ে। যেতে হবে, কিছু তো করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আমাদের আবার ম্যাচ। যাত্রাটা যেন আরামদায়ক ভাবে হয় সেজন্য এসিসি থেকে চাটার্ড বিমান দেওয়া হবে। এটা ওরা সিদ্ধান্ত নিয়েছে।'
জালাল ইউনুস আরো বলেন, 'যাতায়াত করলে তো সব সময় একটা প্রভাব পড়েই। আপনি যদি বিমানে যান তাহলে ২-৩ ঘন্টা আগে যেতে হয়। লাগেজ নিয়ে যেতে হয় এছাড়া মানসিক শক্তিরও বিষয় আছে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান তো খুব কাছে না। যেহেতু এসিসি সিদ্ধান্ত নিয়েছে। সবাই মেনে নিয়েছে, তাই আমাদেরও মেনে নিতে হয়েছে।'
এসএইচ/এফআই