ফাইল ছবি

ভারতের ক্রিকেটের অন্যতম তারকা ওপেনার ছিলেন বীরেন্দ্র শেবাগ। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির পাশাপাশি একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে জোড়া ট্রিপল সেঞ্চুরিও রয়েছে মারকুটে এই ব্যাটারের। ক্যারিয়ারের শেষ দিকে এই ব্যাটারকে জার্সি নম্বর ছাড়াই মাঠে নামতে দেখা যায়। 

শেষ দিকে তারকা এই ব্যাটারের জার্সিতে কেনো নম্বর থাকতো না এ নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের। শেবাগ যে পুরো ক্যারিয়ারই জার্সি নম্বর ছাড়া খেলেছেন ব্যাপারটি তেমন নয়। ক্যারিয়ারের শুরুর দিকে ৪৪ নম্বর জার্সি ব্যবহার করতে তিনি। পরবর্তীতে ৪৬ নম্বর জার্সিতেও দেখা যায় এই ওপেনারকে। 

এক অনুষ্ঠানে শেবাগকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন তিনি বিনা নম্বরের জার্সি পরে খেলতেন। সেই প্রশ্নের জবাবে শেবাগ জানান, ৪৪ নম্বর জার্সি পরে ভারতীয় দলের হয়ে খেলা শুরু করলেও সেই নম্বরকে তার মা এবং স্ত্রী ‘অশুভ’ বলে মনে করেছিল। তাই সেই জার্সি নম্বরে পরিবর্তন আনেন। 

তিনি আরও জানান, এরপর তার মা তাকে ৪৬ নম্বর জার্সি পরার পরামর্শ দেন। কিন্তু তার স্ত্রী মনে করেন ২ নম্বর জার্সি পরে খেলা উচিত। তাই তিনি বিনা নম্বরের জার্সি পরে খেলার সিদ্ধান্ত নেন। 

এইচজেএস