কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের পর আপাতত কিছুটা বিশ্রাম পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সেই সুযোগ পাচ্ছেন না লিটন দাস। সিরিজ শেষের দুইদিনের মাথায়, মঙ্গলবার (১৮ জুলাই) দেশ ছাড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটনের এবারের গন্তব্য কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ।  

কানাডার উদ্দেশে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে দেশ ছেড়েছেন লিটন। এবারের আসরে কানাডার এই লিগে তিনি খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। এই দলে লিটন ছাড়াও রয়েছেন আরো কয়েকজন তারকা ক্রিকেটার। অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামি-দামি ক্রিকেটারদের এখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন তিনি।   

দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে লিটন বলেন, 'আপনি যে কোনো জায়গায়  ফ্র্যাঞ্চাইজি খেললে এটা আপনার জন্য ভালো এক্সপেরিয়েন্স বাড়বে। লার্নিং হচ্ছে কে খেলবে এটা বড় ফ্যাক্ট না, আপনি যে ফরম্যাটটা খেলতে যাচ্ছেন সে ফরম্যাটটা  ইন্টারন্যাশনালেও আছে, সো এখানে যদি ম্যাচ খেলতে পারি ভবিষ্যতে সেটা ইন্টারন্যাশনালেও কাজে দিবে।'

কানাডার এই ফ্র্যাঞ্চাইজ লিগে লিটন ছাড়াও সুযোগ পাচ্ছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।  মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবও ইতোমধ্যে পৌঁছেছেন কানাডায়। তার সাথে এই দলের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এসএইচ/জেএ