চলমান ইমার্জিং এশিয়া কাপে ব্যাট-বল উভয় ক্ষেত্রেই আলো চড়াচ্ছেন শেখ মেহেদী হাসান। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষের ম্যাচেও করেছেন ১৯ বলে ৩৬ রান। ২১ রানের জয়ে বাংলাদেশও টুর্নামেন্টটির সেমিফাইনালে ওঠে যায়। এমন পারফরম্যান্সের বদৌলতে অনেকেই আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলের সাত নম্বর পজিশনে মেহেদীকে দেখছেন! 

তবে ম্যাচ শেষে শ্রীলঙ্কায় গণমাধ্যমের সামনে মেহেদী বলেন, ‘সিলেকশন আমার হাতে নাই। আমার হাতে যেটা আছে সেটা হলো প্রসেস আর আমার পারফরম্যান্স। আমি চেষ্টা করে যাচ্ছি। বাদ-বাকি ‍উনাদের ইচ্ছা। বিশ্বকাপ ও এশিয়া কাপ মাথায় নিয়ে কাজ করছি না। এখন খেলছি ইমার্জিং। তাই মাথার ভেতরও এটাই। আজকের ম্যাচটা অনেক চাপের ছিল, ডু অর ডাই। সেমি-ফাইনাল খেলতে হলে জিততেই হবে- মনের ভেতর এটাই কাজ করছিল। ঠাণ্ডা এবং শান্ত থেকে যেভাবে খেলা যায়...।’

আরও পড়ুন >> বুধবার মাঠে নামছে ভারত-পাকিস্তান

তবে মাঠে আক্রমণাত্মক ব্যাটিং মেহেদী বলা শান্ত স্বভাবের সঙ্গে মিলে না। যদিও এতে বাংলাদেশ দলেরই উপকার হয়েছে। দলের ব্যাটিং অর্ডার নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘নম্বর সেভেনটা ম্যাটার করে না। একজন ক্রিকেটার হিসেবে আমার যেকোনো পজিশনে খেলার ইচ্ছাশক্তি থাকতে হবে। আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করছি।’

মেহেদী আরও বলেন, ‘দেখেন নম্বর সেভেন খুবই ক্রিটিক্যাল পজিশন। সেটা যেকোনো দলের জন্যই হোক না কেন। এখানে সবচেয়ে সেরা ব্যাটারগুলোই থাকে। আমি জানিনা কী করতে পারব। আমি নম্বর সেভেনে খেলছি না, নম্বর এইটে খেলছি। একজন বোলিং অলরাউন্ডার হিসেবে আমার ব্যাটিং উন্নতি করার চেষ্টা করছি।’

এসএইচ/এএইচএস