চলতি বছরের মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই ধারাবাহিক তাওহীদ হৃদয়। ব্যাট হাতে সামর্থ্যের ছাপ রাখছেন প্রতি ম্যাচেই। এখন পর্যন্ত খেলেছেন ম্যাচ জেতানো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস। দলের হয়ে চাপ সামলে, মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সামর্থ্যও দেখাচ্ছেন হৃদয়। তরুণ এই ক্রিকেটার এবার নিজেই জানিয়েছেন মাঠে ঠান্ডা থাকার রহস্য। 

আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বলছিলেন, 'ব্যাটিং এমন একটা জায়গা যেখানে কুল (চাপমুক্ত) থাকা অতি গুরুত্বপূর্ণ। কারণ ওখানে প্রত্যেকটা বল নির্বাচন করা গুরুত্বপূর্ণ। বোলাররা কামব্যাক করার সুযোগ পায়, কিন্তু ব্যাটসম্যানরা একটা বল ভুল করলে সেখান থেকে কামব্যাক করার সুযোগ থাকে না। একজন ব্যাটসম্যান হিসেবে আমি অনুভব করি আমি সবসময় চাপমুক্ত থাকবো। আমার যেরকম খেলা, যে পরিস্থিতি তখন সে পরিস্থিতি অনুসারে ভূমিকা রাখতে চাই।'

চলতি বছর বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের পর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন দুটি টুর্নামেন্ট নিয়ে হৃদয় বলছিলেন, 'আমি এশিয়া কাপ, বিশ্বকাপ নিয়ে এখনো চিন্তা করিনি। কারণ আমি লম্বা সময় নিয়ে পরিকল্পনা করতে পারি না। সবসময় বর্তমানে থাকতে ভালো লাগে। যদি এশিয়া কাপ বা বিশ্বকাপে সুযোগ পাই আমি কেন যেকোনো ক্রিকেটারই চাইবে নিজের সেরাটা দিয়ে দলে অবদান রাখতে। এটাই আমার লক্ষ্য। সুযোগ পেলে সেরাটা দিয়ে চেষ্টা করবো।'

হৃদয় জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত খেলেছেন ৯ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি। ৪৮.২৮ গড়ে ৩ ফিফটিতে ওয়ানডেতে রান করেছেন ৩৩৮। এছাড়া ২৬ গড় আর ১৩৫+ বেশি স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে রান করেছেন ১৫৬।

এসএইচ/এফআই