ডেভিড ওয়ার্নারকে নিজের প্রিয় শিকার বানিয়ে ফেলেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। একবার দুবার নয়, ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭ বার অজি ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন এই ইংলিশ বোলার। চলতি অ্যাশেজেই তিনবার ওয়ার্নারের উইকেট পেয়েছেন ব্রড। অজি ওপেনারের এমন অবস্থায় সমালোচনা করতে ছাড় দিচ্ছেন না সাবেকরা। 

তবে, এতবার ওয়ার্নারকে আউট করেও তাকে সমীহের দৃষ্টিতেই দেখছেন স্বয়ং ব্রড। ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলে লেখা কলামে ব্রড লিখেছেন,  'সত্য হলো আমি সবসময়ই ডেভির বিপক্ষে বোলিং করা কঠিন বলে মনে করেছি এবং এখনও এমনটাই মনে করি। মূলত আমি অফ স্টাম্পের বাইরে তার পছন্দের জায়গায় বোলিং করা কমিয়ে দিয়েছি। তাকে ফুল লেংথে বোলিং করার চেষ্টা করেছি, যাতে সে ৮০ থেকে ৮৫ শতাংশ বল ব্লক করতে বাধ্য হয়।'

ওয়ার্নারের বিপক্ষে এমন সাফল্যের জন্য নিজের সাবেক কোচকে ধন্যবাদ জানিয়েছেন ডানহাতি পেসার, ‘একসময় ওয়ার্নার পিছনের পায়ে ভর করে কভার অঞ্চলের মধ্য দিয়ে খেলতেন। সাবেক কোচ ওটিস গিবসন এই সমস্যার সমাধান পেতে আমাকে সহায়তা করেছিলেন।

'সে (ওয়ার্নার) একটু পিছনে এসে সর্বদা অফ সাইড দিয়ে আমাকে শট মারতো, ২০১৫ সালের অ্যাশেজের আগে আমাদের বোলিং কোচ ওটিস গিবসন দেখিয়েছিলেন বাঁ হাতিদের বিপক্ষে আমার গড় অনেক বেশি।'

'অ্যাশেজের সেই মৌসুমে অস্ট্রেলিয়া দলে বাঁ হাতি ব্যাটারে পরিপূর্ণ ছিল, সেসময় ওটিস আমাকে বলেছিল যে, আমি যদি তাদের আউট করার উপায় না পাই, তবে আমি দলের বাইরে থাকব।'

চলতি অ্যাশেজে এখন পর্যন্ত ইংল্যান্ড দলগত পারফর্মে পিছিয়ে থাকলেও নিজের কাজটা ঠিকভাবেই করে যাচ্ছেন ব্রড। সিরিজের সর্বোচ্চ উইকেটে শিকারি তিনিই। ২৪.৯৪ গড়ে এখনো পর্যন্ত উইকেট নিয়েছেন ১৬টি। 

জেএ