অ্যাশেজ সিরিজ মানে প্রতিপক্ষ দুই দলের পরস্পর স্লেজিং এবং মাঠের পারফরম্যান্সে আগুনে লড়াই। দ্বিতীয়টা বর্তমানে থাকলেও, আগের মতো স্লেজিংয়ের দেখা মেলে না। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই ভদ্র রূপকে অনেকেই ভালো চোখে দেখেননি, তাদের মত এতে স্বাভাবিক উত্তেজনাটা ঠিক থাকে না। তবে দ্বিতীয় টেস্টে ঘটেছে অপ্রীতিকর এক কাণ্ড। ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে রান-আউটের কারণে উভয় দল এখনও কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত। এরপর দর্শকদের বাজে আচরণেরও শিকার হয়েছে অজি ক্রিকেটাররা। যাতে ক্ষুব্ধ দলটির অভিজ্ঞ ওপেনার উসমান খাজা।

চলমান অ্যাশেজ সিরিজে এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এগিয়ে গেলেও তৃতীয় টেস্ট জিতে লড়াইয়ে ফেরে বেন স্টোকসের দল। তবে সিরিজ জিততে পরবর্তী দুই ম্যাচেও তাদের জয়ের বিকল্প নেই। অন্যদিকে এক ম্যাচ জিতলেই ‌‘ছাইদানি’ চলে যাবে প্যাট কামিন্সের হাতে।

আরও পড়ুন >> বিতর্কিত সেই রানআউট নিয়ে যা বললেন ক্যারি

দ্বিতীয় টেস্টে লর্ডসে বেয়ারস্টোকে ‘কিছুটা অস্বাভাবিকভাবে’ স্টাম্পিং করা নিয়ে অস্ট্রেলিয়া দলের কয়েকজন খেলোয়াড়কে দর্শকদের তোপের মুখে পড়তে হয়। স্টেডিয়ামের লং রুম দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দুয়ো দেয় এমসিসির সদস্যদের কয়েকজন। কারো কারো মন্তব্য ছিল বেশ বাজে। এক পর্যায়ে একজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ডেভিড ওয়ার্নার ও খাজা। পরবর্তীতে এমসিসি ওই ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করে।

ক্রিকেটারদের উদ্দেশে দর্শকদের বাজে কথা কিংবা আচরণ একদমই পছন্দ নয় খাজার, ‘ব্যক্তিগতভাবে, আমি যদি ক্রিকেট ম্যাচ দেখতে আসি, তাহলে আমি চাইব না আমার সন্তানরা যেন এমন কিছুর সাক্ষী হয়। কেউ বাজে মন্তব্য করছে, এমন কিছু দেখলে আমি অবশ্যই অভিযোগ করব কিংবা সেখান থেকে চলে যাব। আমার মতে, খুব বাজে কিছু কথা বলা হয়। এজবাস্টনে তারা ট্র্যাভিস হেডকে গালি দিয়েছিল। আমার বিশ্বাসই হচ্ছে না যে, অনেক মানুষের মধ্যেও এমন সব কথা কেউ বলতে পারে।’

আরও পড়ুন >> স্ত্রী হিলির ব্যাট দিয়েই খেলছেন স্টার্ক

তবে কেবল ইংলিশদের আঙিনাতেই নয়, নিজ দেশ অস্ট্রেলিয়ায়ও দর্শকদের বাজে আচরণ সীমা ছাড়িয়ে যায় বলে জানান খাজা, ‘ইংল্যান্ডের ক্রিকেটারদেরকে এসব বললে তারা পাল্টা অভিযোগ করবে, (অস্ট্রেলিয়ায় গেলে) তারাও এমন কঠিন পরিস্থিতির মুখে পড়ে। এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় না, এটা করা ঠিক।’

আগামী বুধবার (১৯ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে স্টোকস-কামিন্সের দল।

এএইচএস