দর্শকদের চেয়ে তিনগুণ বেশি আক্ষেপ জ্যোতির
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলকে একশর নিচে আটকে দিয়ে সিরিজে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ব্যাটিং ব্যর্থতায় তা আর হয়নি। এবার সিরিজের শেষ ম্যাচেও লেটার মার্ক তুললেন বাংলাদেশের বোলাররা। তবে ছোট লক্ষ্য তাড়ায় এবার আর ভুল করলেন না ব্যাটাররা। তাতে শেষ ম্যাচ জিতে মান বাঁচালো বাংলাদেশ। তবে সিরিজ হাতছাড়ার আক্ষেপে পুড়ছেন নিগার সুলতানা জ্যোতি।
আজ (১৩ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল ভারত। যেখানে সর্বোচ্চ ৪০ রান এসেছে হারমানপ্রীতের ব্যাট থেকে। জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে ৪ উইকেটের জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘আপনাদের আক্ষেপ কতটুকু চিন্তা করেন... আমাদের এর চেয়ে তিন গুণ বেশি। দেখেন আমার মনে হয়, আজকে গত ম্যাচের থেকে ভালো ব্যাট করেছি। বোলিং তো নিয়মিত আমরা ভালো করছিই। শেষ (দ্বিতীয়) ম্যাচেও যে খারাপ ব্যাট করেছি তা না, কিন্তু হয়তো আমি যেখানে আউট হয়েছি, আমার ভুলের জন্য ম্যাচ হেরেছে। আমি সবসময় মনে করি, যার ব্যাটে-বলে লাগে বা লম্বা সময় থাকে মাঠে তার ম্যাচ শেষ করে আসা উচিত।'
ছোট লক্ষ্য তারা করতে নেমে ভালো শুরুর পরও মাঝে খেই হারিয়েছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ জ্যোতির সঙ্গে সেই চাপ সামলেছেন শামিমা সুলতানা। এই দুইজনের জুটিতেই মূলত ম্যাচে বের করে আনতে পেরেছে বাংলাদেশ। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না পারার আক্ষেপও আছে অধিনায়কের মাঝে।
জ্যোতি বলেন, ‘জুটিরও একটা ঘাটতি ছিল আমাদের ভেতরে। আজকে যেমন আমি-শামীমা মিডল অর্ডারে একটা জুটি করেছি। পরে শামীমা লম্বা সময় খেলেছে। ওই জিনিসটা দ্বিতীয় ম্যাচে করতে পারলে ভালো হতো। কিন্তু যেটা চলে গেছে সেটা আমাদের হাতে নাই। আজকে যেটা মনে হয়েছে আমরা ভালো ক্রিকেট খেলেছি, ইতিবাচক ক্রিকেট খেলেছি। আমাদের দলের জন্য অনেক বড় আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে। সামনে যে ফরম্যাটে আমরা মোটামুটি ভালো খেলি। উইনিং একটা মোমেন্টাম তৈরি হয়েছে যেটা সাহায্য করবে।’
ছোট লক্ষ্য তারা করতে নেমে ভালো শুরুর পরও মাঝে খেই হারিয়েছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ জ্যোতির সঙ্গে সেই চাপ সামলেছেন শামিমা সুলতানা। অধিনায়ক বলেন, 'প্রতি ওভারে যদি ৫-৬ করে সিঙ্গেলস নিতে পারি, কোনো না কোনো ওভারে ৮-১০ করে নিতে পারবো। আমার কাছে মনে হয় সমীকরণ এত জটিল ছিল না। আমরা করতেও চাইনি। সিঙ্গেলসের প্রতিই বেশি চিন্তা ছিল, ওটা ক্রিকেটটাকে সহজ করে দিয়েছে আমার মনে হয়।'
এসএইচ/এইচজেএস